চাঁদপুর মেডিকেলে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন সমাপ্ত

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:০০
ছবি: বাসস

চাঁদপুর, ১৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস):  শিক্ষার্থীদের মেধার বিকাশ ও তাদের উদ্ভাবনী কর্মকাণ্ড তুলে ধরতে চাঁদপুর মেডিকেল কলেজ আয়োজিত দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা আজ শেষ হয়েছে।

আজ বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ভবনে মেডিকেল কলেজের ছাদে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেডিকেল কলেজের শিক্ষকরা অনুষ্ঠানে নির্ধারিত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। এতে কলেজের সব বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেলা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান ও কলেজের প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিজানুর রহমান।

অধ্যাপক ডা. সাহেলা নাজনীন বলেন, মেলায় শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের প্রত্যেকটি উপস্থাপনা ছিল খুবই চমৎকার। এসব দেখে মনে হয়েছে তারা যেসব বিষয় উপস্থাপন করেছে, আমরা আমাদের বয়সে এতো ভালো করতে পারিনি। আমাদের প্রচেষ্টা ছিল এই ধরনের আয়োজনে শিক্ষার্থীরা এগিয়ে যাবে। তারা আমাদের ছাড়িয়ে যাবে। মেলার সবগুলো প্রজেক্ট ছিল আমাদের নির্ধারিত সিলেবাসের মধ্যে। বাইরের কোনো প্রজেক্ট আমরা গ্রহণ করিনি। সুন্দর এই আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আদিবা ও উর্বি যৌথভাবে সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন। এর আগে বৈজ্ঞানিক সম্মেলন যৌথভাবে পরিচালনা করেন কলেজের প্রভাষক ডা. কামরুল হাসান, ডা. খাদিজা খানম ও ডা. সেতু।

দুই দিনের এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে প্রথম হয়েছে ফিজিওলজি বিভাগ, দ্বিতীয় হয়েছে প্যাথলজি বিভাগ এবং তৃতীয় হয়েছে অর্থোপেডিক বিভাগ। মেলায় অংশগ্রহণকারী ২২টি স্টলের ২২জন সুপারভাইজার ও ১১০ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। এছাড়া বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণকারী ১২ জন শিক্ষককে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে স্থান পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনায় হাসপাতালসমূহের প্রস্তুতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
চট্টগ্রামে জেলা পর্যায়ে ১৬ লাখ ৩২ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে-সিভিল সার্জন
মুন্সীগঞ্জে চারলাখ ৬৯ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে 
সাবেক অতিরিক্ত সচিব হারুনের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
আরব আমিরাতে ২৫ বন্দির মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ
কঠিন চীবর দান উপলক্ষে রাঙ্গামাটি সেনা রিজিয়নের সমন্বয় সভা
ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া
পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন ইইউ প্রধান
১০