চাঁদপুর মেডিকেলে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন সমাপ্ত

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:০০
ছবি: বাসস

চাঁদপুর, ১৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস):  শিক্ষার্থীদের মেধার বিকাশ ও তাদের উদ্ভাবনী কর্মকাণ্ড তুলে ধরতে চাঁদপুর মেডিকেল কলেজ আয়োজিত দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা আজ শেষ হয়েছে।

আজ বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ভবনে মেডিকেল কলেজের ছাদে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেডিকেল কলেজের শিক্ষকরা অনুষ্ঠানে নির্ধারিত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। এতে কলেজের সব বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেলা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান ও কলেজের প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিজানুর রহমান।

অধ্যাপক ডা. সাহেলা নাজনীন বলেন, মেলায় শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের প্রত্যেকটি উপস্থাপনা ছিল খুবই চমৎকার। এসব দেখে মনে হয়েছে তারা যেসব বিষয় উপস্থাপন করেছে, আমরা আমাদের বয়সে এতো ভালো করতে পারিনি। আমাদের প্রচেষ্টা ছিল এই ধরনের আয়োজনে শিক্ষার্থীরা এগিয়ে যাবে। তারা আমাদের ছাড়িয়ে যাবে। মেলার সবগুলো প্রজেক্ট ছিল আমাদের নির্ধারিত সিলেবাসের মধ্যে। বাইরের কোনো প্রজেক্ট আমরা গ্রহণ করিনি। সুন্দর এই আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আদিবা ও উর্বি যৌথভাবে সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন। এর আগে বৈজ্ঞানিক সম্মেলন যৌথভাবে পরিচালনা করেন কলেজের প্রভাষক ডা. কামরুল হাসান, ডা. খাদিজা খানম ও ডা. সেতু।

দুই দিনের এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে প্রথম হয়েছে ফিজিওলজি বিভাগ, দ্বিতীয় হয়েছে প্যাথলজি বিভাগ এবং তৃতীয় হয়েছে অর্থোপেডিক বিভাগ। মেলায় অংশগ্রহণকারী ২২টি স্টলের ২২জন সুপারভাইজার ও ১১০ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। এছাড়া বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণকারী ১২ জন শিক্ষককে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩
রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা
মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান গ্রেফতার 
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৯ জন
নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা জারি
১০