ফরিদপুর, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুরের মধুখালীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
আজ রোববার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট, মধুখালী উপজেলা শাখা উপহার বিতরণ ও মতবিনিময় সভায় আয়োজন করেছে। সভায় প্রধান অতিথি ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম সনাতন ধর্মাবলম্বীদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন ।
মধুখালী উপজেলার দেড় শতাধিক পূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেয়া উপহার সামগ্রী গ্রহণ করেন।
এ সময় মধুখালী উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি শিবনাথ ভৌমিকের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় মধুখালী উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আব্দুল আলীম মালিক বক্তব্য রাখেন।