সাতক্ষীরার সীমান্ত থেকে ভারতীয় ওষুধ ও মদ জব্দ

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩০

সাতক্ষীরা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সীমান্ত থেকে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ওষুধ ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ জেলার সদর ও কলারোয়া থানাধীন ভোমরা, বৈকারী, তলুইগাছা, গাজীপুর, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিড়া ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া থানাধীন তালসারী নামক স্থান হতে ৬ বোতল ও ভোমরা বিওপির বিশেষ অভিযানিক দল সদর থানাধীন দাশপাড়া নামক স্থান হতে ৫ বোতল ভারতীয় মদ জব্দ করে ।

এছাড়া, বৈকারী বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া থানাধীন নতুনপাড়া নামক স্থান হতে, মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল একই থানাধীন উত্তর ভাদিয়ালী ও আমবাগান নামক স্থান হতে, কাকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল কেড়াগাছি ও গেড়াখালী নামক স্থান হতে, গাজীপুর বিওপির বিশেষ অভিযানিক দল অলির ঘের নামক স্থান হতে, চান্দুরিয়া বিওপির বিশেষ অভিযানিক দল গোয়ালপাড়া নামক স্থান হতে, ভোমরা বিওপির বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন দাশপাড়া নামক স্থান হতে, তলুইগাছা বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া থানাধীন তেতুলবাড়ি নামক স্থান হতে এবং সুলতানপুর বিওপির বিশেষ অভিযানিক দল উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৮ লক্ষ ৯১ হাজার ৫০০ টাকা। তবে, চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় বিজিবি তাদের আটক করতে পারেনি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় ওষুধগুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, মাদকদ্রব্য সমূহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন সমাপ্ত
বেপজা’র নতুন প্রধান মেজর জেনারেল মোয়াজ্জেম
কলম্বিয়ায় খনি দুর্ঘটনায় আটকে পড়া ৭ শ্রমিকের লাশ উদ্ধার
রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা
৩১ দফা বাস্তবায়িত হলে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে: ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল
ঢাকা-বেইজিংয়ের বন্ধুত্ব শক্তিশালী করতে তরুণদের আহ্বান জানালেন চীনা রাষ্ট্রদূত
মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমি থেকেই পাওয়া যায় : ভূমি সচিব
এটিইও নিয়োগ : এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬১৪ জন
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল কানাডা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া 
মির্জা ফখরুলের সঙ্গে ক্যাথেরিন সিসিলের সৌজন্য সাক্ষাৎ
১০