এটিইও নিয়োগ : এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬১৪ জন

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৬

ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৫, (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) পদে (১০ গ্রেড) নিয়োগে এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৬১৪ জন।

আজ রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএসসি জানিয়েছে, ‘কৃতকার্য প্রার্থীদেরকে বাংলা-৫০, ইংরেজি-৫০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)-৪০ এবং গণিত ও মানসিক দক্ষতা বিষয়ে-৬০ নম্বরসহ মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

কোনো প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের কোনো উল্লেখযোগ্য ঘাটতি পাওয়া গেলে লিখিত ও মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

উত্তীর্ণ প্রার্থীদেরকে মূল আবেদনপত্র কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিম্নোক্ত কাগজপত্র আগামী ১২ অক্টোবর থেকে ২৩ অক্টোবরের মধ্যে (অফিস চলাকালীন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় হাতে হাতে জমা দিতে হবে।

বিভাগীয় প্রার্থীদেরকে (সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক) নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের (যোগদানের তারিখসহ) সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য করা হবে না।

বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে অর্জিত সকল সনদ এর সত্যায়িত ফটোকপি, মূল সনদের ফটোকপি প্রদানে অপারগ হলে সাময়িক সনদের ফটোকপি গৃহীত হবে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ বিশ্ববিদ্যালয় বা সর্বশেষ পরীক্ষার মার্কশিট প্রাথমিকভাবে গ্রহণযোগ্য হবে। তবে সাক্ষাৎকার বোর্ডে মূল বা সাময়িক সনদ অবশ্যই দাখিল করতে হবে। চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীদের জমাকৃত সনদ/মার্কশিট/টেস্টিমোনিয়াল-এ যদি অর্জিত ডিগ্রির মেয়াদ ৪ বৎসর সুস্পষ্ট উল্লেখ না থাকে সেক্ষেত্রে অর্জিত ডিগ্রি ৪ বছর মেয়াদি মর্মে বিভাগীয় প্রধান বা পরীক্ষা নিয়ন্ত্রক বা রেজিস্টার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় তাদের অর্জিত ডিগ্রি ৩ বছর মেয়াদি হিসেবে গণ্য করা হবে।

এতে আরও বলা হয়েছে, বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি বা সমমানের মূল বা সাময়িক সনদের সত্যায়িত কপি, ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ, বয়স প্রমাণের জন্য এফিডেভিড গ্রহণযোগ্য হবে না, প্রার্থীর স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি করপোরেশনের কাউন্সিলর বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্রের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে), তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে তা পুনঃপ্রাপ্তির জন্য যথাযথ পদ্ধতি অনুসরণ করে দাখিলকৃত প্রয়োজনীয় ডকুমেন্টস ও কাগজপত্র নিয়ে আসতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতকে ১৭২ রানের টার্গেট দিল পাকিস্তান
জাহাজ আমদানিতে ভ্যাট মওকুফ বিনিয়োগকারীদের উৎসাহিত করবে: নৌপরিবহন উপদেষ্টা
পোষ্যকোটা পুনর্বহাল ও শিক্ষক নিপীড়নের ঘটনা রাকসু নির্বাচন বন্ধের নামান্তর: শিবির
ঢাবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন সমাপ্ত
বেপজা’র নতুন প্রধান মেজর জেনারেল মোয়াজ্জেম
কলম্বিয়ায় খনি দুর্ঘটনায় আটকে পড়া ৭ শ্রমিকের লাশ উদ্ধার
রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা
৩১ দফা বাস্তবায়িত হলে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে: ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল
ঢাকা-বেইজিংয়ের বন্ধুত্ব শক্তিশালী করতে তরুণদের আহ্বান জানালেন চীনা রাষ্ট্রদূত
মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমি থেকেই পাওয়া যায় : ভূমি সচিব
১০