মোল্লাহাটে নিজ মৎস্য ঘেরে কাজ করতে গিয়ে যুবকের মৃত্যু ‎

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩
বাগেরহাটের মোল্লাহাটে নিজ মৎস্য ঘেরে কাজ করতে গিয়ে যুবকের মৃত্যু। ছবি: বাসস

বাগেরহাট, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার মোল্লাহাটে নিজ মৎস্য ঘেরে কাজ করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মাহফুজ শেখ (৩২) মোল্লাহাট উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দী এলাকায় নিজস্ব মৎস্য ঘেরে কাজ করতে গিয়ে মারা যান। গতকাল রোববার দুপুর ১২টার দিকে পুলিশ নিহতের নিজস্ব মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত মাহফুজ শেখ ওই এলাকার আলি মিয়া শেখের পুত্র। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নিজ ঘেরে কাজ করতে যান মাহফুজ। দীর্ঘসময় বাড়ি না ফেরায় স্বজনরা ঘেরে গিয়ে তার মরদেহ দেখতে পান। পরে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল হক জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্পেন ও ফ্রান্সে ভারী বৃষ্টিপাত, একজনের প্রাণহানি
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান: শেষ সময় ১০ নভেম্বর
নাটোরে উন্নয়নে সম্পৃক্ততার লক্ষ্যে নারী সমাবেশ
সাতক্ষীরা সীমান্তে ১৫ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চান মাদুরো
দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে ৩০০ নারী-পুরুষকে উপহার 
চাকসুতে বাতিল হচ্ছে ১৯ জনের প্রার্থিতা
ইউক্রেনের ড্রোন হামলায় ক্রিমিয়ায় হতাহত ১৯
দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি, ৩ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা
ইতিহাস, ঐতিহ্য, রুচি ও আভিজাত্যের সাক্ষী রোজ গার্ডেন
১০