বগুড়ায় ৫ মণ ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬
বগুড়ার শেরপুরে পুকুরপাড়ের মেশিন ঘর থেকে প্রায় পাঁচ মণ ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার। ছবি: বাসস

বগুড়া, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার শেরপুর উপজেলায় একটি পুকুরপাড়ের মেশিন ঘর থেকে প্রায় পাঁচ মণ ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১২। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমন এলাকার সোনালি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

অভিযানে পুকুরের লিজ গ্রহীতা আবুল বাশার রুবেল (৫৫) ও বিক্রির সহযোগী আল আমিন (৪৮)কে গ্রেফতার করা হয়েছে। আবুল বাশার রুবেল শাহ বন্দেগি ইউনিয়নের শেরুয়া ফরেস্টগেট এলাকার মৃত আফাজ উদ্দিনের পুত্র। আল আমিন সিরাজগঞ্জ সদরের মৃত আবু বকর সিদ্দিকের পুত্র।

স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর আগে রুবেল পুকুরটি লিজ নেন। গত বছর পুকুর সংস্কারের পর থেকে ওই এলাকায় অচেনা মানুষের যাতায়াত বেড়ে যায়। এরপরই রোববার বিকেলে র‌্যাব মেশিন ঘরে অভিযান চালায়। খড়কুটোর নিচে লুকানো অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। পুকুরের পাহারাদার হানিফ বলেন, ঘরটি দীর্ঘদিন খালি পড়ে ছিল। সেখানে মূর্তিটি রাখা হয়েছিল, কিন্তু স্থানীয়দের কেউ তা টের পাননি। র‌্যাব এসে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।

র‌্যাব-১২ এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৯০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০