চাকসুতে বাতিল হচ্ছে ১৯ জনের প্রার্থিতা

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন। ছবি: বাসস

চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ৪২৯ জন মনোনয়নপত্র জমা দানকারীর মধ্যে ১৯ জনের প্রার্থিতা বাতিল হচ্ছে। 

আজ সোমবার সকালে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, কেন্দ্রীয় সংসদে ১৯ জনের প্রার্থিতা বাতিল হচ্ছে। কেউ তথ্য ঘাটতি রেখেছেন, কেউ স্বাক্ষর করতে ভুলেছেন, আবার কারও অন্য কোনো সমস্যার কারণে প্রার্থিতা বাতিল হবে।
তিনি আরও বলেন, যাদের প্রার্থিতা বাতিল হবে, নির্বাচন কমিশনের কাছে আপিলের মাধ্যমে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে পারবেন। প্রয়োজনে সংশোধন করে পুনরায় প্রার্থিতা বৈধ করার সুযোগও রাখা হয়েছে। এছাড়াও প্রার্থীদের মাদক পরীক্ষার (ডোপ টেস্ট) ফল ইতিবাচক হলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে বলেও জানিয়েছেন তিনি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদে সর্বমোট ৯৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪২৯ জন এবং হল ও হোস্টেল সংসদে ৫০২ জন।

তফসিল অনুযায়ী— আজ সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ২৪ সেপ্টেম্বর (বুধবার) প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিস্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, এবারের চাকসু নির্বাচনে ২৬টি, হল সংসদের ১৪টি এবং হোস্টেল সংসদে ১০টি পদে ভোটগ্রহণ হবে। চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫২১ জন। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০