নাটোরে উন্নয়নে সম্পৃক্ততার লক্ষ্যে নারী সমাবেশ

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮
নাটোরের সিংড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত । ছবি: বাসস

নাটোর, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দেশের উন্নয়নের ধারায় সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলার সিংড়া উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

জেলা তথ্য অফিসের আয়োজনে নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় আজ সোমবার বেলা ১১টায় উপজেলার হাতিয়ান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রামাণ্য চলচিত্র প্রদর্শন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যের নিরসন এবং দুর্নীতি দূর করে আমাদের দেশকে উন্নয়নের কাংখিত লক্ষ্যে নিয়ে যেতে চাই। এই লক্ষ্যে উপনীত হতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। উন্নয়নের এই ধারায় বিশেষ করে নারীদের সমান অংশগ্রহণ একান্ত অপরিহার্য। 

টাইফয়েড টিকা গ্রহণ, ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য, শিশুর বিকাশজনিত সচেতনতা, শিক্ষার গুরুত্ব, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, সাইবার সিকিউরিটি, গ্রাম আদালত বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভায় বক্তারা আলোচনা করেন।

জেলা তথ্য অফিসার মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ হান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলী আশরাফ, হাতিয়ান্দহ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সুবীর কুমার সাহা, হাতিয়ান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শামীম এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০