নাটোরে উন্নয়নে সম্পৃক্ততার লক্ষ্যে নারী সমাবেশ

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮
নাটোরের সিংড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত । ছবি: বাসস

নাটোর, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দেশের উন্নয়নের ধারায় সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলার সিংড়া উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

জেলা তথ্য অফিসের আয়োজনে নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় আজ সোমবার বেলা ১১টায় উপজেলার হাতিয়ান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রামাণ্য চলচিত্র প্রদর্শন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যের নিরসন এবং দুর্নীতি দূর করে আমাদের দেশকে উন্নয়নের কাংখিত লক্ষ্যে নিয়ে যেতে চাই। এই লক্ষ্যে উপনীত হতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। উন্নয়নের এই ধারায় বিশেষ করে নারীদের সমান অংশগ্রহণ একান্ত অপরিহার্য। 

টাইফয়েড টিকা গ্রহণ, ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য, শিশুর বিকাশজনিত সচেতনতা, শিক্ষার গুরুত্ব, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, সাইবার সিকিউরিটি, গ্রাম আদালত বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভায় বক্তারা আলোচনা করেন।

জেলা তথ্য অফিসার মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ হান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলী আশরাফ, হাতিয়ান্দহ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সুবীর কুমার সাহা, হাতিয়ান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শামীম এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০