রাজধানীতে সকাল পর্যন্ত ৩৪ মিমি বৃষ্টিপাত

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৯ আপডেট: : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২০
ভারী বর্ষণে অনেক রাস্তা,অলি-গলি জলমগ্ন হয়ে পড়ায় দুর্ভোগ পোহাতে হয় রাজধানী বাসীদের। কোলাজ: বাসস

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীতে আজ সকাল পর্যন্ত ৩৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। এতে শহরের বেশিরভাগ রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীদের।

ভোর ৫:৪৫ থেকে ৭:০০ টা পর্যন্ত শহরে বজ্রপাতের সাথে মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে শান্তিনগর, সিদ্ধেশ্বরী, মালিবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, মণিপুরী পাড়া, নিউ মার্কেট, আসাদ গেট, জিগাতলা এবং অন্যান্য অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

কিছু জায়গায় হাঁটুজল, আবার কিছু জায়গায় পানি কোমর ছুঁই ছুঁই করছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, মধ্যরাত থেকে আজ সকাল ৬:০০ টার মধ্যে শহরে মোট ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আজ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এবং একই সময়ে উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। বুধবার পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তিন দিনের মধ্যে দুটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি অস্বাভাবিক নয় উল্লেখ করে আবহাওয়া অফিস জানিয়েছে যে এর প্রভাবে বৃষ্টিপাত আরও বাড়তে পারে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সঙ্গে তীব্র বাতাসও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিগত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অংশে তীব্র ও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল। উল্লেখ্য, শনিবার এবং রবিবার রাজধানীর আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন।

তবে, আজ থেকে বৃষ্টিপাত বাড়বে এমন আভাস আবহাওয়া অধিদপ্তর আগেই দিয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় নিহত ৫
নেত্রকোণায় টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন
হবিগঞ্জে ৬৫৯ টি মণ্ডপে চলছে শেষ মূহুর্তের সাজসজ্জা
দুর্গাপূজা উপলক্ষ্যে ৩২ হাজার পূজা মন্ডপে ১৬ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ
মেহেরপুরে রাজহাঁস পালন জনপ্রিয় হয়ে উঠছে
চারদিনের সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান
গ্যাটউইক বিমানবন্দরে নতুন রানওয়ে নির্মাণের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য 
লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
আমি আমার দেশকে আর চিনতে পারি না: অ্যাঞ্জেলিনা জোলি
লক্ষ্মীপুরে প্রতারক চক্রের ৪ সদস্য আটক
১০