রাজধানীতে সকাল পর্যন্ত ৩৪ মিমি বৃষ্টিপাত

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৯ আপডেট: : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২০
ভারী বর্ষণে অনেক রাস্তা,অলি-গলি জলমগ্ন হয়ে পড়ায় দুর্ভোগ পোহাতে হয় রাজধানী বাসীদের। কোলাজ: বাসস

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীতে আজ সকাল পর্যন্ত ৩৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। এতে শহরের বেশিরভাগ রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীদের।

ভোর ৫:৪৫ থেকে ৭:০০ টা পর্যন্ত শহরে বজ্রপাতের সাথে মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে শান্তিনগর, সিদ্ধেশ্বরী, মালিবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, মণিপুরী পাড়া, নিউ মার্কেট, আসাদ গেট, জিগাতলা এবং অন্যান্য অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

কিছু জায়গায় হাঁটুজল, আবার কিছু জায়গায় পানি কোমর ছুঁই ছুঁই করছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, মধ্যরাত থেকে আজ সকাল ৬:০০ টার মধ্যে শহরে মোট ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আজ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এবং একই সময়ে উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। বুধবার পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তিন দিনের মধ্যে দুটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি অস্বাভাবিক নয় উল্লেখ করে আবহাওয়া অফিস জানিয়েছে যে এর প্রভাবে বৃষ্টিপাত আরও বাড়তে পারে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সঙ্গে তীব্র বাতাসও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিগত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অংশে তীব্র ও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল। উল্লেখ্য, শনিবার এবং রবিবার রাজধানীর আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন।

তবে, আজ থেকে বৃষ্টিপাত বাড়বে এমন আভাস আবহাওয়া অধিদপ্তর আগেই দিয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০