সাম্প্রদায়িক সম্প্রীতি সুসংহতকরণে আলেমদের মতবিনিময় সভা

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৩
সোমবার জেলায় ‘ধর্মীয় সহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুসংহতকরণে আলেমদের করণীয়’ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

রাজবাড়ী, ২২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): ‘ধর্মীয় সহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুসংহতকরণে আলেমদের করণীয়’ বিষয়ে এক মতবিনিময় সভা আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী  ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আবু রাসেল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ইমাম কমিটির সভাপতি মো. ইলিয়াস আলী মোল্লা, অধ্যক্ষ ভাণ্ডারিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মো. সিরাজুম মনির এবং পাংশা উপজেলার সেনগ্রাম মাদ্রাসার অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহিম ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশে অতীতে মুসলমানরা রোজা এবং হিন্দুদের পূজা একইসময়  পালন করেছে। কোন সমস্যা হয়নি। মুসলমানরা  সবসময়  ধর্মীয়ভাবে সহিষ্ণু। তারা কখনই  উগ্র সাম্প্রদায়িক মৌলবাদের পক্ষে ছিল না। মুসলিমরা সব সময় অন্য ধর্মের প্রতি সহিষ্ণু ছিল। ভবিষ্যতেও থাকবে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আমাদের সবাইকে একে অপরের ধর্ম সম্পর্কে সহিষ্ণু হতে হবে। দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য তিনি সবার প্রতি সহযোগিতার আহ্বান জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০