সাম্প্রদায়িক সম্প্রীতি সুসংহতকরণে আলেমদের মতবিনিময় সভা

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৩
সোমবার জেলায় ‘ধর্মীয় সহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুসংহতকরণে আলেমদের করণীয়’ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

রাজবাড়ী, ২২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): ‘ধর্মীয় সহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুসংহতকরণে আলেমদের করণীয়’ বিষয়ে এক মতবিনিময় সভা আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী  ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আবু রাসেল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ইমাম কমিটির সভাপতি মো. ইলিয়াস আলী মোল্লা, অধ্যক্ষ ভাণ্ডারিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মো. সিরাজুম মনির এবং পাংশা উপজেলার সেনগ্রাম মাদ্রাসার অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহিম ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশে অতীতে মুসলমানরা রোজা এবং হিন্দুদের পূজা একইসময়  পালন করেছে। কোন সমস্যা হয়নি। মুসলমানরা  সবসময়  ধর্মীয়ভাবে সহিষ্ণু। তারা কখনই  উগ্র সাম্প্রদায়িক মৌলবাদের পক্ষে ছিল না। মুসলিমরা সব সময় অন্য ধর্মের প্রতি সহিষ্ণু ছিল। ভবিষ্যতেও থাকবে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আমাদের সবাইকে একে অপরের ধর্ম সম্পর্কে সহিষ্ণু হতে হবে। দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য তিনি সবার প্রতি সহযোগিতার আহ্বান জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আলোচনার মাধ্যমেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত: জার্মানি
পেরুতে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত, আহত ১৮
বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা, নারায়ণগঞ্জে ৪ স্তরের নিরাপত্তা 
নীলফামারীতে সরকারের সেবার মান্নোয়নে গণশুনানি
রাঙামাটিতে ৪৬টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন 
রাঙ্গামাটিতে বিজিবির মানবিক সহায়তা
কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন
হারিয়ে যাচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী বেত শিল্প
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় নিহত ৫
নেত্রকোণায় টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন
১০