রাঙামাটি, ২২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটিতে ৪৬টি মণ্ডপ প্রস্তত করা হয়েছে। এখন চলছে প্রতিমা প্রতিষ্ঠা, শেষ মুহূর্তের রংতুলির কাজ আর আনুষঙ্গিক সাজসজ্জা। বছর ঘুরে দুর্গাপূজার আয়োজনকে ঘিরে নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সবাই উৎসবের আনন্দে মেতে উঠেছেন।
সনাতন ধর্মাবলম্বীদের এই আনন্দ উৎসবকে নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবরকম সহায়তা ও তদারকি করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিচ্ছে নানামুখী উদ্যোগ।
এ উপলক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন আজ জেলার পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন। তিনি আজ বাসসকে বলেন, জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন পূজা মণ্ডপে দুর্গা পূজার পূর্ব প্রস্তুতির কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সার্বিক বিষয়ে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি দেখতে জেলা শহরের বিভিন্ন মণ্ডপে জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেছেন। এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন মণ্ডপে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেছেন।
তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৪৬ টি পূজা মণ্ডপের প্রতিনিধিসহ সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বৈঠক করা হয়েছে। সভায় সবার সাথে আলোচনা সাপেক্ষে পূজা চলাকালে জেলার প্রতিটি পূজা মণ্ডপে স্থানীয় স্বেচ্ছাসেবক টিম, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক জেনারেটর এবং সিসি ক্যামেরা সচল রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত আপডেট প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বাসসকে বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে রাঙামাটিসহ সব উপজেলায় জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। পূজার সময় জেলার প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সার্বিক উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। আশা করছি এবার শান্তিপূর্ণভাবে রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, জেলা শহরের ১৬টি পূজা মণ্ডপ এবং ১০ উপজেলার ৩০টি মণ্ডপসহ মোট ৪৬ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে।