বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা, নারায়ণগঞ্জে ৪ স্তরের নিরাপত্তা 

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৮
নারায়ণগঞ্জে চলছে প্রতিমা তৈরির শেষ সময়ের প্রস্তুতি। ছবি: বাসস

/নুসরাত সুপ্তি/ 

নারায়ণগঞ্জ, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বছর ঘুরে আবারো শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবের আমেজে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও চলছে প্রতিমা তৈরির শেষ সময়ের প্রস্তুতি। 

জেলা শহর ও শহরের বাইরের মণ্ডপে মণ্ডপে চলছে নানা আয়োজন। সেই সঙ্গে মৃৎশিল্পীদের কারিগরি হাতের শৈল্পিক ছোঁয়ায় মাটি ও খড়ের কাঠামোয় ফুটে উঠছে দশভুজা দেবীর রূপ। তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠছে দেবী দুর্গা। দুর্গার পাশপাশি তৈরি হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক এবং তাদের বাহন পেঁচা, হালস, মুষকের (ইদুর) প্রতিমা। 

জেলা পূজা উদযাপন পরিষদের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জে এ বছর মোট ২২৪ টি মণ্ডপে পালিত হবে দুর্গোৎসব। এর মধ্যে সদর উপজেলায় ৭৯ টি, বন্দরে ২৯ টি, রূপগঞ্জে ৪৪ টি, সোনারগাঁয়ে ৩৫ টি এবং আড়াইহাজারে ৩৭ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া গতকাল রোববার শুরু হয়েছে। এদিন থেকেই শুরু দেবীপক্ষের। আর কয়েকদিন পরেই ষষ্ঠীপূজা দিয়ে দুর্গাপূজা শুরু। তাই দিন রাত এক করে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। মৃৎশিল্পীরা জানান, সারাবছর টুক-টাক কাজ থাকলেও এ সময়ে দুর্গাপূজা কেন্দ্রীক ব্যস্ততা থাকে ব্যাপক। 

সদর উপজেলার নিতাইগঞ্জে অবস্থিত শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে গিয়ে দেখা যায়, কাঠামো তৈরি শেষে প্রতিমার সজ্জা নিয়ে ব্যস্ত প্রতিমা শিল্পী সুমন চন্দ্র পালের। তিনি বলেন, ‘আমরা কয়েকমাস ধরে প্রতিমা তৈরি করে যাচ্ছি। পূজার সময় চলে আসায় আমরা এখন দিন-রাত কাজ করে প্রতিমাগুলোর অর্ডার শেষ করার চেষ্টা করছি। আশা করি সময়ের মধ্যে দ্রুত কাজ শেষ করে বুঝিয়ে দিতে পারবো। 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের সহ সভাপতি জয় কে রায় চৌধুরী পূজোর প্রস্তুতি নিয়ে বলেন, আমাদের প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। নিরাপত্তা ঘাটতি নারায়ণগঞ্জে কখনই ছিলো না। নারায়ণগঞ্জ সম্প্রীতির শহর। এখানে সকল ধর্মের মানুষ একসাথে উৎসব করে। সব মিলিয়ে শারদীয় উৎসব এবার জাঁকজমক ভাবে পালন করতে আমরা প্রস্তুত।

নির্বিঘ্নে শারদীয় পূজা উদযাপন নিশ্চিতের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী পূজার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বলেন, শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। পূজা উপলক্ষে আমাদের চার স্তরের নিরাপত্তা থাকবে। পূজা মন্ডপগুলো ৩ ভাগে ভাগ করে সেখানে নিরাপত্তা প্রদান করা হবে।

এছাড়া র‌্যাব, সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেটের নজরদারি থাকবে। নিরাপত্তা নিয়ে শংকার কিছু নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচিতে সংযোজনকৃত বিষয় বাতিল
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শারীরিক ফিটনেস পরীক্ষা ২৬ ও ২৭ সেপ্টেম্বর
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি বিষয়ে সুখবর
ঢাকাসহ সারাদেশে চলছে দুর্গাপূজার প্রস্তুতি: এবছর পূজার মন্ডপ বেড়েছে
রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে ইন্দো-প্যাসিফিক এন্ডেভার (আইপিই) যৌথ কার্যক্রমের উদ্বোধন
রশিদ-কক্স নৈপুন্যে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ইংল্যান্ড
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৫৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিশ্বকাপের পর ক্রিকেট থেকে বিরতির কথা ভাবছেন জ্যোতি
বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে মুখিয়ে টাইগ্রেসরা
১০