চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৩

চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলা সীমান্তবর্তী চরতী এলাকায় গ্যাস ক্রসফিলিং গুদামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ মাহাবুবুর রহমান (৪৭) মারা গেছেন। এই নিয়ে গতকালের দুইজনসহ দগ্ধ তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত মাহাবুবুর রহমান চন্দনাইশ উপজেলার দক্ষিণ বৈলতলীর (৩ নং ওয়ার্ড ভুইয়া বাড়ির কবির আহমেদ ভুঁইয়ার ছেলে।

এর আগে শনিবার রাতে একই ঘটনায় ওই গুদামের দুই শ্রমিক মো. ইদ্রিস (২৬) ও মো. ইউসুফ (৩০) মারা যান।

সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়ে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও সাতজন। তারা হলেন- মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মো. কফিল (২২), মো. রিয়াজ (১৭), মো. সৌরভ রহমান (২৫), মো. লিটন (২৮) ও মো. ছালেহ (৩৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলা সীমান্তবর্তী চরতী ইউনিয়নের নির্জন এলাকায় অবৈধভাবে গ্যাস ক্রসফিলিং গুদাম গড়ে তোলেন মালিক মাহাবুবুল আলম। ওই গুদামে সরকারি বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস স্থানান্তর করে বাজারজাত করা হতো।

গত ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে ওই গুদামে বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিদগ্ধ ১০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়। তার মধ্যে এ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নগরজীবনের মানোন্নয়নে অভ্যন্তরীণ সহযোগিতা ও স্থানীয় অংশীদারিত্ব জোরদার করবে এডিবি
সুকুক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ড. আনিসুজ্জামান
মেজর জেনারেল মেসবাহউদ্দিন আহমেদ চা বোর্ডের নতুন চেয়ারম্যান
আর্থিক চাহিদা পূরণে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান অর্থ উপদেষ্টার
সিরাজগঞ্জ সরকারি কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা
আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ফারাহ মাহবুব মনোনীত
পাকিস্তানের সীমান্ত এলাকায় বিমান হামলায় নিহত ২৩: পুলিশ, নিরাপত্তা সূত্র
নওগাঁয় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে অর্থ সহায়তা
ক্যান্সার প্রতিরোধে দিনাজপুরে সচেতনতামূলক সেমিনার
১০