মুন্সীগঞ্জ, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় এক বেকারির মালিককে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় শ্রীনগর উপজেলার ধাইসার এলাকায় বাজার মনিটরিং করে। এ সময় অপরিষ্কার ও নোংরা পরিবেশে বিস্কুট, কেক, পাউরুটি প্রস্তুত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত নিউ ঢাকা বেকারির মালিক মো. হবি মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা।