পিরোজপুর, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার নাজিরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাজিয়া শাহনাজ তমা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ আল মাহমুদ ভূইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, উপজেলা জামায়াতে আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অনুপ কুমার সিকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ বাওয়ালীসহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও এ সভায় উপজেলার ১২৭ টি সার্বজনীন পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।