নওগাঁয় অসহায়দের মধ্যে স্বল্পমূল্যে পুষ্টি চাল বিতরণ

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৬
সোমবার রাণীনগর উপজেলার মাস্টারপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতি কার্ডধারীকে ১৫ টাকা কেজিতে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। ছবি : বাসস

নওগাঁ, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নওগাঁয় দরিদ্র ও অসহায় মানুষের নিয়মিত পুষ্টির চাহিদা পূরণে পুষ্টি চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার সকালে রাণীনগর উপজেলার মাস্টারপাড়ায় প্রথমবারের মতো খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতি কার্ডধারীকে ১৫ টাকা কেজিতে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারানা আফরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, এই চালে ভিটামিন-এ, ভিটামিন-বি ৬, বি ১২, ফলিক এসিড, আয়রন ও জিংক রয়েছে। দু:স্থ ও অসহায় মানুষের দৈনন্দিন জীবনে পুষ্টি পূরণে সরকার এই পুষ্টিগুণ সমৃদ্ধ চাল বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

বছরের ছয় মাস এই চাল বিতরণ করা হবে। পুষ্টিগুণ সমৃদ্ধ এই চাল পেয়ে উপকৃত হচ্ছেন হতদরিদ্ররা। প্রতি মাসে এই চাল বিতরণে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন সুবিধাভোগীরা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার ৮ ইউনিয়নের ১৬টি পয়েন্টে নতুনভাবে এই চাল বিতরণ কার্যক্রম একযোগে শুরু করা হয়েছে। 

উপজেলার ৮ হাজার ৪৩৩ জন সুবিধাভোগীরা এই পুষ্টিকর চাল পাচ্ছেন। প্রকৃত হতদরিদ্ররা যেন এই পুষ্টিকর চাল পান সেই লক্ষ্যে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে তদন্ত সাপেক্ষে উপজেলার ৬৪ ব্যক্তির কার্ড বাতিল করা হয়েছে। এছাড়া ২২৩ কার্ডধারীদের বিরুদ্ধে চাল নিয়ে খোলাবাজারে বিক্রি করাসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তদন্ত চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে চাল বিতরণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলায় যেন কোনো স্বচ্ছল ব্যক্তি তথ্য গোপন রেখে এই সুবিধা নিতে না পারেন সেই লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ একযোগে কাজ করছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০