ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচিতে পূর্বে সংযোজনকৃত বিষয় গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান (বিষয় কোড-১৩৩৮০৩) বাতিল করা হয়েছে।
আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত পরীক্ষার সময়সূচিতে বিষয়টি সংযোজন করা হয়েছিল। তবে সিলেবাসে অন্তর্ভুক্ত না থাকায় এ সংযোজন বাতিল করা হলো।
পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ, সময় ও বিষয় কোড অপরিবর্তিত থাকবে। পরীক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট িি.িহঁ.ধপ.নফ ছাড়া অন্য কোনো সূত্র থেকে তথ্য নেওয়া যাবে না, এ বিষয়ে বিশেষভাবে অনুরোধ জানানো হলো।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর পরীক্ষার সময়সূচিতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান সংযোজনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়