নড়াইলে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৩
সোমবার নড়াইলে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। । ছবি : বাসস

নড়াইল, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নড়াইলে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: মো. আব্দুর রশিদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য দেন বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়া শারমিন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আহসান মাহমুদ রাসেল।

সেমিনারে বক্তারা বলেন, সুস্বাস্থ্যের জন্য সঠিক খাদ্যাভ্যাস ও সুষম পুষ্টি অত্যন্ত জরুরী।আমাদের প্রত্যেককে নিরাপদ খাবার গ্রহণ করতে হবে এবং প্লাস্টিক পণ্যের ব্যবহার পরিহার করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বাড়ির আশপাশে উৎপাদিত শাক-সবজি ও ফলমূল খাওয়ার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। 

সেমিনারে ফলিত পুষ্টির ধারণা ও বাস্তব প্রয়োগ, খাদ্যনিরাপত্তা এবং সুস্বাস্থ্যের উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক, কৃষক প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সামাজিক নিরাপত্তায় ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ে অনলাইনে আবেদন আহ্বান
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
শারমিন-স্বর্ণার হাফ-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ
রাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি-র‌্যাব ও ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করবে
বাউফলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
১০