পবিপ্রবিতে নবনিযুক্ত শিক্ষকদের নৈতিক মানদণ্ড বিষয়ক প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৯
সোমবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রভাষক ও সহকারী অধ্যাপকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

পটুয়াখালী, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) তে নবনিযুক্ত প্রভাষক ও সহকারী অধ্যাপকদের “উচ্চশিক্ষা ও গবেষণায় নৈতিক মানদণ্ড ও পেশাগত সততা” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে আজ সোমবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,“শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, বরং এটি মানুষের চরিত্র ও মননের বিকাশের পথ। একজন শিক্ষক যদি নিজে নৈতিক মানদণ্ড ও পেশাগত সততায় অবিচল থাকেন, তবে তাঁর প্রতিটি শিক্ষার্থীও সেই আলোয় আলোকিত হবে। গবেষণা ও জ্ঞানের ভুবনে যারা সততা হারিয়ে ফেলে, তারা কখনো স্থায়ী অবদান রাখতে পারে না। তাই আজকের এই প্রশিক্ষণ নবীন শিক্ষকদের জন্য শুধু একটি কর্মশালা নয়, এটি তাঁদের জন্য আদর্শ শিক্ষক হওয়ার প্রথম পাঠ। উচ্চশিক্ষায় মান ও মর্যাদা নিশ্চিত করতে হলে শিক্ষককে হতে হবে সৎ, নিষ্ঠাবান এবং গবেষণায় নিরপেক্ষ।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষক হলেন শিক্ষার্থীর জন্য সবচেয়ে বড় অনুকরণীয় ব্যক্তি। তাই শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। নৈতিকতা, দায়িত্বশীলতা ও গবেষণায় সততা নিশ্চিত করতে পারলেই আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পারব।”

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ বলেন, “পবিপ্রবি আজ দেশের দক্ষিণাঞ্চলের এক আলোকবর্তিকা। শিক্ষকদের জ্ঞান, সততা ও নিষ্ঠার মাধ্যমেই এ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। গবেষণা ও শিক্ষা কার্যক্রমে মানদণ্ড রক্ষা করা প্রত্যেক শিক্ষকের প্রধান দায়িত্ব।”

স্বাগত বক্তব্য দেন, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নূর নবী এবং সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী।

দিনব্যাপী কর্মশালায় উচ্চশিক্ষা ও গবেষণায় নৈতিকতা, বিশ্ববিদ্যালয় শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য, পেশাগত আচরণবিধি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক এবং জ্ঞান সৃজন ও প্রচার বিষয়ে বিস্ততারিত আলোচনা করেন প্রখ্যাত শিক্ষাবিদরা।

অধ্যাপক (অব.) ড. মো. নজরুল ইসলাম (সাবেক পরিচালক, জিটিআই, বিএইউ ময়মনসিংহ), অধ্যাপক ড. মো. মামুন উর রশীদ (পরিচালক, আরটিসি, পবিপ্রবি) এবং অধ্যাপক ড. মাহবুব রব্বানী বিভিন্ন সেশনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. সগিরুল ইসলাম মজুমদার বলেন, “শিক্ষকতার নৈতিক মানদণ্ড ও পেশাগত সততা বিষয়ে দিকনির্দেশনা পাওয়া আমার জন্য এক অমূল্য অভিজ্ঞতা। এটি গবেষণা ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।” তিনি এ আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান।

প্লান্ট প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মুহাম্মাদ ইকবাল হোসেন বলেন, “সততা, নিষ্ঠা ও নৈতিক মূল্যবোধের বিকল্প নেই। এ কর্মশালা শুধু গবেষণায় নয়, শিক্ষার্থীদের সামনে আদর্শভাবে নিজেকে উপস্থাপনের নতুন উপলব্ধি দিয়েছে।”

প্রশিক্ষণের কোর্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন, অধ্যাপক ড. মো. আব্দুল মাসুদ এবং কোর্স কো-অর্ডিনেটর ছিলেন অধ্যাপক ড. নূর নবী।

উল্লেখ্য, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল নবীন শিক্ষকদের মাঝে গবেষণা ও শিক্ষাদানের ক্ষেত্রে নৈতিক মানদণ্ড ও পেশাগত সততা জাগ্রত করা, যাতে তারা ভবিষ্যতে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইইউ প্রাক-নির্বাচনী তথ্য-অনুসন্ধানী দলের সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উপকূলীয়দের স্বাবলম্বী করার তাগিদ
বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ
অটোরিকশা চালক হত্যা মামলায় গ্রেফতার সাদিক অ্যাগ্রোর ইমরান 
মেহেরপুরে সার ব্যবসায়ীকে জরিমানা
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত ৩৩ ও চিকুনগুনিয়ায় ১৮
ইয়ামালকে পিছনে ফেলে ব্যালন ডি’অর হাতে নেবার অপেক্ষায় ডেম্বেলে
পিরোজপুর ও মোংলায় অস্ত্র-গোলাবারুদ জব্দ 
সংসদে সংরক্ষিত আসনের দাবিতে নাইজেরীয় নারীদের বিক্ষোভ
বড় মূলধনী শেয়ারের দরপতনে পুঁজিবাজার নিম্নমুখী
১০