শিক্ষার্থীদের গড়তে হবে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ : চসিক মেয়র 

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৩
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি

চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকার কোনো বিকল্প নেই। আমরা যদি শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে পারি তবে তারা সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। সমাজ, শহর ও রাষ্ট্রকে সুন্দর ও সমৃদ্ধ করতে শিক্ষার্থীদেরকেই এগিয়ে আসতে হবে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এ কথা বলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলমগীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে মেয়র বলেন, গত ১৬ বছরে সহিংসতা, নির্যাতন, জুলুম ও বিচার বহির্ভূত হত্যার কালো অধ্যায় আমরা পেরিয়ে এসেছি। ২৪’-এর জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে আত্মত্যাগ ও রক্তদানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। সেই সঙ্গে আসন্ন নির্বাচনে আমাদের লড়াই করা ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।

সিটি মেয়র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নির্ভয়ে এগিয়ে যাও। তোমাদের কোনো শক্তিই আটকে রাখতে পারবে না। বৈষম্য-বিরোধী আন্দোলন থেকে শুরু করে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন ক্ষেত্রে ছাত্রসমাজ যে ভূমিকা রাখছে, তা অবশ্যই প্রশংসনীয়। বাংলাদেশকে ভালোবাসতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করে আমাদের গড়ে তুলতে হবে একটি সুন্দর বাংলাদেশ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
বিশ্বকাপের দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস, আশা টিকিয়ে রেখেছে স্কটল্যান্ড
পুতিন-ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই : রাশিয়া
জয়সওয়ালকে বল ছুঁড়ে শাস্তি পেলেন সিলেস
১০