চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নগরীতে অনিয়মের দায়ে আর্টস অব পিয়া, এরিস ফুড ও ফুলকলিকে ৯৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, বালি আর্কেডে অবস্থিত আর্টস অব পিয়া নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনলাইনে অর্ডারের টাকা নিয়ে পণ্য ডেলিভারি না দেওয়া, দেশীয় পণ্যকে বিদেশি বলে প্রতারণার আশ্রয় নেওয়া, পণ্যের গায়ে কোন লেভেল না থাকা এবং তেল, সাবান, ঘি’সহ আরও অনেক পণ্য বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিক্রি করার অপরাধে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এছাড়া, চকবাজার মোড়ে এরিস ফুড নামক একটি রেস্টুরেন্টকে কাঁচা মাছ মাংসের সঙ্গে ফ্রিজে বাসি গ্রিল ফ্রাইড, চিকেন, রান্না করা খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে ৩০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রির দায়ে ফুলকলিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
অভিযানে জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।