চট্টগ্রামে অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩০

চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নগরীতে অনিয়মের দায়ে আর্টস অব পিয়া, এরিস ফুড ও ফুলকলিকে ৯৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, বালি আর্কেডে অবস্থিত আর্টস অব পিয়া নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনলাইনে অর্ডারের টাকা নিয়ে পণ্য ডেলিভারি না দেওয়া, দেশীয় পণ্যকে বিদেশি বলে প্রতারণার আশ্রয় নেওয়া, পণ্যের গায়ে কোন লেভেল না থাকা এবং তেল, সাবান, ঘি’সহ আরও অনেক পণ্য বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিক্রি করার অপরাধে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এছাড়া, চকবাজার মোড়ে এরিস ফুড নামক একটি রেস্টুরেন্টকে কাঁচা মাছ মাংসের সঙ্গে ফ্রিজে বাসি গ্রিল ফ্রাইড, চিকেন, রান্না করা খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে ৩০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রির দায়ে ফুলকলিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

অভিযানে জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
ইইউ প্রাক-নির্বাচনী তথ্য-অনুসন্ধানী দলের সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উপকূলীয়দের স্বাবলম্বী করার তাগিদ
টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন, ৫ জন দগ্ধ
বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ
অটোরিকশা চালক হত্যা মামলায় গ্রেফতার সাদিক অ্যাগ্রোর ইমরান 
মেহেরপুরে সার ব্যবসায়ীকে জরিমানা
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত ৩৩ ও চিকুনগুনিয়ায় ১৮
ইয়ামালকে পিছনে ফেলে ব্যালন ডি’অর হাতে নেবার অপেক্ষায় ডেম্বেলে
পিরোজপুর ও মোংলায় অস্ত্র-গোলাবারুদ জব্দ 
১০