নাটোরে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫১
বুধবার জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

নাটোর, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভা প্রধান ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।

কর্মশালায় বক্তারা বলেন, দেশে প্রতিবছর প্রায় পাঁচ লাখ মানুষ টাইফয়েড জ্বরে আকান্ত হয়। আক্রান্তদের মধ্যে প্রায় আট হাজার মানুষ মারা যায়। মৃত্যুবরণকারীদের মধ্যে ৬৮ শতাংশ নয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশু। এই বয়সী শিশুদের সুরক্ষা প্রদানের লক্ষ্যে সরকার বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান করতে যাচ্ছে। এই টিকা সম্পূর্ণ নিরাপদ। শিক্ষক এবং অভিভাবকদের উচিৎ, চলমান নিবন্ধন প্রক্রিয়ায় শিশুদের অন্তর্ভুক্ত করে আগামী ১২ অক্টোবর থেকে তাদের টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসা।

‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফের সহযোগিতায় জেলা তথ্য অফিস স্কাউটস এবং গার্ল গাইডস সদস্যদের জন্য এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক গাজী শরিফা ইয়াসমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, জেলা স্কাউটসের সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন, জেলা গার্ল গাইডসের কমিশনার কামরুন নাহার বেলী প্রমুখ। 

জেলা তথ্য কর্মকর্তা মোঃ আ. আওয়াল স্বাগত বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেট্রোরেলের কামালাপুর অংশের নির্মাণ অগ্রগতি ৬৫.৬৮ শতাংশে পৌঁছেছে
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ১০০ ছাড়িয়েছে
ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
বিজিএমইএ এবং আইএমএফ’র মধ্যে বৈঠক অনুষ্ঠিত
গাজায় আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানির ন্যায্য বণ্টন দাবি 
দশ বছর পূর্তিতে ১৪ নভেম্বর সমাবেশ ও মাথাল র‌্যালি করবে গণসংহতি আন্দোলন
হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ
আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড এবং ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি : প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ
১০