নাটোরে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫১
বুধবার জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

নাটোর, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভা প্রধান ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।

কর্মশালায় বক্তারা বলেন, দেশে প্রতিবছর প্রায় পাঁচ লাখ মানুষ টাইফয়েড জ্বরে আকান্ত হয়। আক্রান্তদের মধ্যে প্রায় আট হাজার মানুষ মারা যায়। মৃত্যুবরণকারীদের মধ্যে ৬৮ শতাংশ নয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশু। এই বয়সী শিশুদের সুরক্ষা প্রদানের লক্ষ্যে সরকার বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান করতে যাচ্ছে। এই টিকা সম্পূর্ণ নিরাপদ। শিক্ষক এবং অভিভাবকদের উচিৎ, চলমান নিবন্ধন প্রক্রিয়ায় শিশুদের অন্তর্ভুক্ত করে আগামী ১২ অক্টোবর থেকে তাদের টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসা।

‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফের সহযোগিতায় জেলা তথ্য অফিস স্কাউটস এবং গার্ল গাইডস সদস্যদের জন্য এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক গাজী শরিফা ইয়াসমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, জেলা স্কাউটসের সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন, জেলা গার্ল গাইডসের কমিশনার কামরুন নাহার বেলী প্রমুখ। 

জেলা তথ্য কর্মকর্তা মোঃ আ. আওয়াল স্বাগত বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া
১ ও ২ টাকার কয়েন না নেয়ার চেষ্টা আইনের লঙ্ঘন : বাংলাদেশ ব্যাংক
তিরোধান দিবসে লালন উৎসব ও মেলার  উদ্বোধন  ১৭ অক্টোবর
ঢাবির শোক দিবসে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন
জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের স্টল উদ্বোধন
পুলিশ কর্মকর্তাদের দুদকে বদলির আদেশ বাতিল
জাতীয় প্রেসক্লাব টেবিল টেনিসে সৈয়দ মামুন (একক) ও  আনোয়ার হোসেন-জাফর ইকবাল জুটি (দ্বৈত) চ্যাম্পিয়ন
বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা
১০