ডিজিটাইজড ভূমি জরিপ ব্যবস্থাপনায় ঢাকা-সিউল সমঝোতা স্মারক সই

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৬
দক্ষিণ কোরিয়ায় আয়োজিত 'কে-জিও ফেস্টা ২০২৫'-এ বুধবার বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম. সালেহ আহমদ এবং দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি সাং কিয়ং সমঝোতা স্মারকে সই করেন। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ায় আয়োজিত 'কে-জিও ফেস্টা ২০২৫'-এ দেশটির ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের মধ্যে ডিজিটাইজড ক্যাডাস্ট্রাল সার্ভে এবং সমন্বিত ভূমি তথ্য ব্যবস্থাপনা সিস্টেম বাস্তবায়ন বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে দেশে ভূমিসেবায় নতুন দিগন্ত উন্মোচন হল।

আজ (বুধবার) সিউলের স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম. সালেহ আহমদ এবং দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি সাং কিয়ং সমঝোতা স্মারকে সই করেন।

এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে ডিজিটাইজড ভূমি জরিপ পরিচালনা এবং সমন্বিত ভূমি তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বাস্তবায়নের পথ সুগম হল। এর মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় শতভাগ ডিজিটালাইজেশনের পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।

বাংলাদেশে প্রতি ২৫ বছর পর পর ভূমি জরিপ করা হয়। তবে নতুন যে জরিপ শুরু হয়েছে, সেটি সম্পূর্ণরূপে ডিজিটাল পদ্ধতিতে করা হবে। বাংলাদেশ ডিজিটাল সার্ভে মূলত ভূমি সংক্রান্ত আধুনিক ডিজিটাল জরিপ কার্যক্রম। এটি ভূমি মন্ত্রণালয় ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে পরিচালনা করছে।

এর ফলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে জমি সংক্রান্ত তথ্য সংরক্ষণ, মালিকানা যাচাই এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব হবে। 

এর মূল উদ্দেশ্য হলো জমি নিয়ে বিরোধ কমানো, দলিল ও রেকর্ডের সঠিকতা নিশ্চিত করা এবং নাগরিক সেবা অটোমেশনের মাধ্যমে মানুষের ভোগান্তি কমানো। এছাড়াও ভূমির পরিমাণ, অবস্থান, ব্যবহারযোগ্যতা ও ভূমির শ্রেণিবিন্যাস সম্পর্কে নির্ভুল ও আপডেট তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে : র‌্যাব মহাপরিচালক
রেলওয়ে পুলিশের সকল থানায় কাল থেকে অনলাইন জিডি চালু 
চীনে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসা
ফেনীতে বেড়েছে পুজামণ্ডপ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক
পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা
দুর্গাপূজা উপলক্ষে জমে উঠেছে সাতক্ষীরা শহরের শপিংমল, ক্রেতাদের উপচে পড়া ভিড়
আগামী ৬ নভেম্বর হাবিপ্রবি’র ছাত্র সংসদ নির্বাচন
লালমনিরহাটে অজুুখানার নির্মাণসামগ্রী বিতরণ
মাদারীপুরে ট্রমা সেন্টারের ভবন আছে সেবা নেই
১০