ঝিনাইদহ, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলা শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পুলিশের বিশেষ 'পূজা নিরাপত্তা অ্যাপস' চালু করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে এ অ্যাপস উদ্বোধন করা হয়।
আজ বুধবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাপসের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ। এসময় সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন সহ জেলার সকল পূজা মণ্ডপ কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ জানান, দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই অ্যাপস চালু করেছে পুলিশ। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে এ অ্যাপস কার্যকর ভূমিকা রাখবে। অ্যাপসের মাধ্যমে পূজা মণ্ডপ কমিটি ও সাধারণ মানুষ সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দেশে এই প্রথম জেলাতে ব্যতিক্রমী এই অ্যাপ্লিকেশন চালু করল ঝিনাইদহ জেলা পুলিশ। যে অ্যাপসের মাধ্যমে জেলার বিভিন্ন স্থানের প্রশাসনের নাম্বার পাওয়া যাবে খুব সহজেই। পূজা মণ্ডপের লোকেশন খুব সহজে বের করা যাবে।