লক্ষ্মীপুরে ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৬

লক্ষ্মীপুর, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার রামগঞ্জ পৌর এলাকায় মঙ্গলবার চারতলা ভবনের উপর থেকে পড়ে গুরুতর আহত শিশু জান্নাত (৩) এর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। 

এর আগে মঙ্গলবার দুপুরে রামগঞ্জ পৌর এলাকায় আঙ্গারপাড়া এলাকার পশ্চিমবাজার এলাকায় চারতলা ভবনের সিঁড়ির মাঝখানের ফাঁক দিয়ে নিচে ফ্লোরে পড়ে শিশু জান্নাত গুরুতর আহত হয়।

নিহত জান্নাতের বাবা দেলোয়ার হোসেন পেশায় একজন মাছ ব্যবসায়ী। স্থানীয় সেলিমের চারতলা ভবনের সবচেয়ে উপরের তলায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু জান্নাত খেলতে গিয়ে চারতলা ভবন থেকে নিচে পড়ে  গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে সেখানে শিশু জান্নাত-এর মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া
১ ও ২ টাকার কয়েন না নেয়ার চেষ্টা আইনের লঙ্ঘন : বাংলাদেশ ব্যাংক
তিরোধান দিবসে লালন উৎসব ও মেলার  উদ্বোধন  ১৭ অক্টোবর
ঢাবির শোক দিবসে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন
জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের স্টল উদ্বোধন
পুলিশ কর্মকর্তাদের দুদকে বদলির আদেশ বাতিল
জাতীয় প্রেসক্লাব টেবিল টেনিসে সৈয়দ মামুন (একক) ও  আনোয়ার হোসেন-জাফর ইকবাল জুটি (দ্বৈত) চ্যাম্পিয়ন
বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা
১০