হাকসু নির্বাচন আগামী ৬ নভেম্বর

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫২

দিনাজপুর, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (হাকসু) নির্বাচন আগামী ৬ নভেম্বর আয়োজনে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম আজ বুধবার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার দুপুর আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

তিনি জানান, হাকসু নির্বাচন আয়োজনের জন্য রোডম্যাপ ঘোষণার দাবিতে গতকাল বিকেল থেকে হাবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়। এর প্রেক্ষিতে আজ দুপুরে হাকসু নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান জানান, আজ বুধবার তার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ছাত্র সংসদ সংক্রান্ত সংবিধি চ্যান্সেলর কর্তৃক অনুমোদন সাপেক্ষে, আগামী ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শরীয়তপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা 
পতিত আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট নয় : রিজভী
মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
শেষমুহূর্তে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
চাকসু ও হল সংসদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সাথে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
২৩ দিনের রেমিট্যান্স প্রবাহে ১৭.৬ শতাংশ প্রবৃদ্ধি
সাতক্ষীরায় ৫ লাখ ৭ হাজার শিশু টাইফয়েড টিকা পাবে
এক লাখ মানুষের ছানি অপারেশনের উদ্যোগ পিকেএসএফ ও অরবিসের
অদম্য ইচ্ছায় স্কুলছাত্র জয় এখন জনপ্রিয় ভাস্কর ‎
১০