যশোরে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১০
ছবি : বাসস

যশোর, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে জেলায় আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা বলেছেন, ওষুধ দিয়ে সব রোগ ভাল করা যায় না।

তাই ওষুধ ছাড়াই কীভাবে ভাল থাকা যায়, সবাইকে সেই চেষ্টা করতে হবে।

বক্তারা বলেন, হৃদরোগের যেকোন চিকিৎসাই ব্যয়বহুল। অথচ কিছু নিয়ম কানুন মেনে বিনা খরচে ভাল থাকা সম্ভব। বিশ্ব হার্ট দিবসে এই বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

করোনারি কেয়ার ইউনিট ও আকস্মিক হৃদমৃত্যু- শীর্ষক এই বৈজ্ঞানিক সেমিনারটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সম্মেলন কক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়।

হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. হুসাইন শাফায়েতের সভাপতিতে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এএইচএম আহসান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এমদাদুল হক মাসুদ রানা ও যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট ঢাকার সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মোহাম্মদ বদিউজ্জামান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এমএ রশিদ ও যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. খন্দকার রফিকুজ্জামান।

সেমিনারে করোনারি কেয়ার ইউনিটের কার্যক্রম, হৃদরোগ প্রতিরোধ ও আকস্মিক হৃদমৃত্যু প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি যশোর ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১,৭০০ জন গ্রেফতার
নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই সনদের সংস্কার জরুরি : মিয়া গোলাম পরওয়ার
কোনো ষড়যন্ত্রই বিচারের রায়কে প্রভাবিত করতে পারবে না: গণঅধিকার পরিষদ 
সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ১৫ জন গ্রেফতার
সামাজিক ব্যবসা কোনো তত্ত্ব নয়, বাস্তব সমাধান: মৎস্য উপদেষ্টা
২০২৬ সালে ২৮ দিন ব্যাংক ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে: ড. মোশাররফ
রাজধানীতে ৬টি পেট্রোল বোমাসহ নাশকতাকারী গ্রেফতার 
পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইউক্রেনের আরও ২ গ্রাম দখলের দাবি রাশিয়ার
১০