অধ্যাপক ড. হাবিবা খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ৩ শিক্ষার্থী

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৫
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। ছবি: বাসস

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর পরীক্ষায় ক, খ ও গ গ্রুপে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী তিনজন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. হাবিবা খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির চেক তুলে দেন।

উপ-উপাচার্য  (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ বি এম ছিদ্দিকুর রহমান নিজামী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. হাবিবা খাতুন, দাতার মেয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিকেল স্কুলের শিক্ষক ড. নাহিদ জামালসহ বিভাগীয় শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বৃত্তিপ্রাপ্তরা হলেন- মো. তাওহিদুল ইসলাম (ক-গ্রুপ), ঈশিতা খাতুন (খ-গ্রুপ) এবং সফা আহমাদ (গ- গ্রুপ)। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ১১হাজার ২’শ টাকা করে প্রদান করা হয়।

উল্লেখ্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাবিবা খাতুন ২০১৫ সালের ২৩ ডিসেম্বর ৫ লাখ টাকা দিয়ে এই ট্রাস্ট ফান্ড গঠন করেন। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর পরীক্ষায় ৩টি গ্রুপের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী তিনজন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মা ইলিশ রক্ষায় মুন্সীগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা
আগামী জাতীয় নির্বাচন একদলদর্শী ও এক ব্যক্তিদর্শী হবে না: উপদেষ্টা ফারুক-ই-আজম
ইউনিক ইস্টার্নের মালিক নূর আলীর বিরুদ্ধে প্রতারণার দায়ে মানিলন্ডারিং আইনে মামলা
দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে চিংড়ি খাতকে বাঁচাতে হবে : এসসিএমএফপি পরিচালক 
আজ মহাসপ্তমী, মণ্ডপে মণ্ডপে চলছে উৎসব
ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা
বিমান বাহিনীর ৭৪তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ
মনোরেলের মাধ্যমে চট্টগ্রামকে যানজটমুক্ত করা হবে : চসিক মেয়র
খাদ্য অপচয় ও ক্ষতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অন্যতম প্রধান চ্যালেঞ্জ : মন্ত্রিপরিষদ সচিব
১০