নেত্রকোণায় টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৭
নেত্রকোণায় টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা। ছবি : বাসস

নেত্রকোণা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলায় গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান কার্যক্রম বিষয়ক কর্মাশলা অনুষ্ঠিত হয়েছে।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় ও ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের দিনব্যাপী এ আয়োজনে ৫৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.দাউদ শরীফ টাইফয়েড টিকা বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। এতে টাইফয়েড কোমলমতি শিশু কিশোরদের দেহে কিভাবে প্রবেশ করে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয় সে বিষয়টি নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে টাইফয়েড মোকাবেলায় টিকাদানের গুরুত্ব তুলে ধরে ৯ মাসের শিশু থেকে ১৫ বছর পর্যন্ত কিশোরদের এই টিকাদান কর্মসূচি আওতায় আনতে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা নঈম ও জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল।

কর্মশালায় জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১,৭০০ জন গ্রেফতার
নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই সনদের সংস্কার জরুরি : মিয়া গোলাম পরওয়ার
কোনো ষড়যন্ত্রই বিচারের রায়কে প্রভাবিত করতে পারবে না: গণঅধিকার পরিষদ 
সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ১৫ জন গ্রেফতার
সামাজিক ব্যবসা কোনো তত্ত্ব নয়, বাস্তব সমাধান: মৎস্য উপদেষ্টা
২০২৬ সালে ২৮ দিন ব্যাংক ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে: ড. মোশাররফ
রাজধানীতে ৬টি পেট্রোল বোমাসহ নাশকতাকারী গ্রেফতার 
পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইউক্রেনের আরও ২ গ্রাম দখলের দাবি রাশিয়ার
১০