নেত্রকোণায় টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৭
নেত্রকোণায় টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা। ছবি : বাসস

নেত্রকোণা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলায় গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান কার্যক্রম বিষয়ক কর্মাশলা অনুষ্ঠিত হয়েছে।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় ও ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের দিনব্যাপী এ আয়োজনে ৫৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.দাউদ শরীফ টাইফয়েড টিকা বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। এতে টাইফয়েড কোমলমতি শিশু কিশোরদের দেহে কিভাবে প্রবেশ করে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয় সে বিষয়টি নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে টাইফয়েড মোকাবেলায় টিকাদানের গুরুত্ব তুলে ধরে ৯ মাসের শিশু থেকে ১৫ বছর পর্যন্ত কিশোরদের এই টিকাদান কর্মসূচি আওতায় আনতে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা নঈম ও জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল।

কর্মশালায় জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তৎপর বিএনপি : তারেক রহমান
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সঠিক জরিপ অপরিহার্য : ভূমি সচিব
জমকালো আয়োজনে লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
১০