নেত্রকোণায় টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৭
নেত্রকোণায় টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা। ছবি : বাসস

নেত্রকোণা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলায় গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান কার্যক্রম বিষয়ক কর্মাশলা অনুষ্ঠিত হয়েছে।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় ও ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের দিনব্যাপী এ আয়োজনে ৫৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.দাউদ শরীফ টাইফয়েড টিকা বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। এতে টাইফয়েড কোমলমতি শিশু কিশোরদের দেহে কিভাবে প্রবেশ করে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয় সে বিষয়টি নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে টাইফয়েড মোকাবেলায় টিকাদানের গুরুত্ব তুলে ধরে ৯ মাসের শিশু থেকে ১৫ বছর পর্যন্ত কিশোরদের এই টিকাদান কর্মসূচি আওতায় আনতে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা নঈম ও জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল।

কর্মশালায় জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে বিনামূল্যে চক্ষুসেবা বিষয়ক এডভোকেসি সভা
মা ইলিশ রক্ষায় মুন্সীগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা
আগামী জাতীয় নির্বাচন একদলদর্শী ও এক ব্যক্তিদর্শী হবে না: উপদেষ্টা ফারুক-ই-আজম
ইউনিক ইস্টার্নের মালিক নূর আলীর বিরুদ্ধে প্রতারণার দায়ে মানিলন্ডারিং আইনে মামলা
দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে চিংড়ি খাতকে বাঁচাতে হবে : এসসিএমএফপি পরিচালক 
আজ মহাসপ্তমী, মণ্ডপে মণ্ডপে চলছে উৎসব
ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা
বিমান বাহিনীর ৭৪তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ
মনোরেলের মাধ্যমে চট্টগ্রামকে যানজটমুক্ত করা হবে : চসিক মেয়র
খাদ্য অপচয় ও ক্ষতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
১০