রাজশাহী, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলা মহানগরীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন জেলা শাখা।
আজ সোমবার দুপুরে নগরের স্টেডিয়াম মার্কেটে এসোসিয়েশনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, আমরা বেশ কিছু দাবিতে সংবাদ সম্মেলন ডেকেছি। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, পূর্বের নিয়োগকৃত বিসিআইসি সার ডিলার বহাল রাখা। বিএডিসি ডিলার ১৩১ জন। বিক্রয় কমিশন / লভ্যাংশ বৃদ্ধি করতে হবে। কারণ ১৯৯৬ সাল হইতে বর্তমান পর্যন্ত সার বিক্রয়ে কমিশন বৃদ্ধি করা হয় নাই। আপনারা জানেন, শুরু থেকে এখন পর্যন্ত ১০০ টাকা কমিশন/লভ্যাংশ দেওয়া হয়। গোডাউন ভাড়া, কর্মচারী বেতন, লোড-আনলোম খরচ, ব্যাংক সুদসহ যাবতীয় খরচ বৃদ্ধি পাওয়ার পরও বিক্রয় কমিশন/লভ্যাংশ বৃদ্ধি করা হয় নাই, ফলে ১০০/- টাকার পরিবর্তে ২০০/- টাকা বৃদ্ধির জোর দাবি জানানো হয়।
তিনি আরও জানান, বিসিআইসি ডিলারগণ সব সময় সরকার নির্ধারিত বিক্রয় মূল্যের নিম্নে সার বিক্রয় করেন। রাষ্ট্রের সাংবিধানিক নিয়ম মোতাবেক ডিলারশীপ বহাল রাখতে হবে। সরকার কর্তৃক ভূতর্কি মূল্য কৃষক পর্যায়ে সার বিক্রয় করা হয়।
সংবাদ সম্মেলনে ফার্টিলাইজার এসোসিয়েশনের রাজশাহী জেলা সভাপতি আবুল কালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।