রাজশাহীতে ফার্টিলাইজার এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৬
ছবি : বাসস

রাজশাহী, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলা মহানগরীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন জেলা শাখা। 

আজ সোমবার দুপুরে নগরের স্টেডিয়াম মার্কেটে এসোসিয়েশনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, আমরা বেশ কিছু দাবিতে সংবাদ সম্মেলন ডেকেছি। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, পূর্বের নিয়োগকৃত বিসিআইসি সার ডিলার বহাল রাখা। বিএডিসি ডিলার ১৩১ জন। বিক্রয় কমিশন / লভ্যাংশ বৃদ্ধি করতে হবে। কারণ ১৯৯৬ সাল হইতে বর্তমান পর্যন্ত সার বিক্রয়ে কমিশন বৃদ্ধি করা হয় নাই। আপনারা জানেন, শুরু থেকে এখন পর্যন্ত ১০০ টাকা কমিশন/লভ্যাংশ দেওয়া হয়। গোডাউন ভাড়া, কর্মচারী বেতন, লোড-আনলোম খরচ, ব্যাংক সুদসহ যাবতীয় খরচ বৃদ্ধি পাওয়ার পরও বিক্রয় কমিশন/লভ্যাংশ বৃদ্ধি করা হয় নাই, ফলে ১০০/- টাকার পরিবর্তে ২০০/- টাকা বৃদ্ধির জোর দাবি জানানো হয়। 

তিনি আরও জানান, বিসিআইসি ডিলারগণ সব সময় সরকার নির্ধারিত বিক্রয় মূল্যের নিম্নে সার বিক্রয় করেন। রাষ্ট্রের সাংবিধানিক নিয়ম মোতাবেক ডিলারশীপ বহাল রাখতে হবে। সরকার কর্তৃক ভূতর্কি মূল্য কৃষক পর্যায়ে সার বিক্রয় করা হয়। 

সংবাদ সম্মেলনে ফার্টিলাইজার এসোসিয়েশনের রাজশাহী জেলা সভাপতি আবুল কালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তৎপর বিএনপি : তারেক রহমান
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সঠিক জরিপ অপরিহার্য : ভূমি সচিব
জমকালো আয়োজনে লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
১০