রাজশাহীতে ফার্টিলাইজার এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৬
ছবি : বাসস

রাজশাহী, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলা মহানগরীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন জেলা শাখা। 

আজ সোমবার দুপুরে নগরের স্টেডিয়াম মার্কেটে এসোসিয়েশনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, আমরা বেশ কিছু দাবিতে সংবাদ সম্মেলন ডেকেছি। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, পূর্বের নিয়োগকৃত বিসিআইসি সার ডিলার বহাল রাখা। বিএডিসি ডিলার ১৩১ জন। বিক্রয় কমিশন / লভ্যাংশ বৃদ্ধি করতে হবে। কারণ ১৯৯৬ সাল হইতে বর্তমান পর্যন্ত সার বিক্রয়ে কমিশন বৃদ্ধি করা হয় নাই। আপনারা জানেন, শুরু থেকে এখন পর্যন্ত ১০০ টাকা কমিশন/লভ্যাংশ দেওয়া হয়। গোডাউন ভাড়া, কর্মচারী বেতন, লোড-আনলোম খরচ, ব্যাংক সুদসহ যাবতীয় খরচ বৃদ্ধি পাওয়ার পরও বিক্রয় কমিশন/লভ্যাংশ বৃদ্ধি করা হয় নাই, ফলে ১০০/- টাকার পরিবর্তে ২০০/- টাকা বৃদ্ধির জোর দাবি জানানো হয়। 

তিনি আরও জানান, বিসিআইসি ডিলারগণ সব সময় সরকার নির্ধারিত বিক্রয় মূল্যের নিম্নে সার বিক্রয় করেন। রাষ্ট্রের সাংবিধানিক নিয়ম মোতাবেক ডিলারশীপ বহাল রাখতে হবে। সরকার কর্তৃক ভূতর্কি মূল্য কৃষক পর্যায়ে সার বিক্রয় করা হয়। 

সংবাদ সম্মেলনে ফার্টিলাইজার এসোসিয়েশনের রাজশাহী জেলা সভাপতি আবুল কালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিস্তার বন্যা ও পানি শূন্যতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সরকারের প্রতি আইএফসি’র আহ্বান
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫
অনলাইনে সকলের মতামত গ্রহণের জন্য জাতীয় বেতন কমিশনের চারটি প্রশ্নমালা উন্মুক্ত
সিএমএসএমই খাতের রপ্তানিতে ব্র্যান্ডিং ও বিপণন কৌশল জরুরি : শিল্প সচিব
রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়দের জন্য এডিবি’র ৫৮.৬ মিলিয়ন ডলার অনুদান 
রাজশাহী ও রংপুর বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে এডিবির ৯১ মিলিয়ন ডলার সহায়তা 
পোশাক শ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে আইসিডিডিআর, বি’র গবেষণা উপস্থাপন
শেরপুরে বিনামূল্যে চক্ষুসেবা বিষয়ক এডভোকেসি সভা
মা ইলিশ রক্ষায় মুন্সীগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা
আগামী জাতীয় নির্বাচন একদলদর্শী ও এক ব্যক্তিদর্শী হবে না: উপদেষ্টা ফারুক-ই-আজম
১০