মহাসপ্তমীতে কুমিল্লার মণ্ডপগুলোতে উৎসবের আমেজ

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৮
ছবি : বাসস

কুমিল্লা (উত্তর), ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): কুমিল্লা নগরীর মণ্ডপে মণ্ডপে আজ সোমবার সকাল থেকে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।মহাসপ্তমীতে কুমিল্লার মণ্ডপ গুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে।

মনোহরপুর কালীবাড়ি পূজো করতে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, চন্ডী ও মন্ত্র পাঠের মাধ্যমে পূজা, দেবী দর্শন, দেবের পায়ে অঞ্জলি প্রদান, প্রাসাদ গ্রহণ সহ নানা আনুষ্ঠানিকতায় দিনব্যাপী চলবে পূজা-অর্চনা।
আর সপ্তমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার হল নবপত্রিকা স্থাপন যা 'কলাবউ স্নান' নামে পরিচিত। ভোরে পুরোহিতদের মাধ্যমে নয়টি উদ্ভিদ দ্বারা গঠিত নবপত্রিকাকে নিকটবর্তী জলাশয়ে স্নান করানো হয়। এ নয়টি উদ্ভিদ দেবী দুর্গার নয়টি রূপের প্রতীক। স্নান শেষে নবপত্রিকাকে নতুন শাড়ি পরিয়ে দেবী দুর্গার ডানপাশে গণেশের সঙ্গে স্থাপন করা হয়। এই আচারের মাধ্যমে মূলত দেবীর সব শক্তির সমাবেশ করা হয়।

নবপত্রিকা স্থাপনের পরই দেবী দুর্গার চক্ষু দানের মাধ্যমে সপ্তমী পূজা শুরু হয়।

উৎসবের এই ধারাবাহিকতায় আগামীকাল পালিত হবে মহা অষ্টমী। অষ্টমীর সবচেয়ে প্রধান আকর্ষণ 'কুমারী পূজা' ও দিনরাত্রি সন্ধিক্ষণে 'সন্ধিপূজা' পালিত হবে।

সরেজমিনে কয়েকটি পূজা মণ্ডপে গিয়ে দেখা যায় পূজার্থীরা পুরোহিতের মন্ত্র শুনছেন এবং সে অনুযায়ী মন্ত্র পাঠ সহ পূজা-অর্চনা করছেন। পূজায় আগত সকল বয়সী ও সকল শ্রেণী পেশা মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

পূজা উদযাপন ফন্টের আহবায়ক শ্যামল চন্দ্র দেবনাথ জানান, নির্বিঘ্নে কুমিল্লা জেলার ১৭ টি উপজেলায় মোট ৮১৮ টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা আশা করছি অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং নির্বিঘ্নে আমরা পূজা সম্পন্ন করতে পারব।

জেলা পুলিশ সুপার নজির আহমেদ খান জানান, আমি গতকাল থেকেই বেশ কয়েকটি পূজা মণ্ডপে পরিদর্শনে গিয়েছি। এবার আইন শৃঙ্খলা তৎপরতা অত্যন্ত জোরালো করা হয়েছে। পুলিশের ৯শ ৫০ জন সদস্য জেলায় কাজ করছে। ছোট ছোট টিম করে রেগুলার পূজা মণ্ডপ পরিদর্শন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিস্তার বন্যা ও পানি শূন্যতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সরকারের প্রতি আইএফসি’র আহ্বান
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫
অনলাইনে সকলের মতামত গ্রহণের জন্য জাতীয় বেতন কমিশনের চারটি প্রশ্নমালা উন্মুক্ত
সিএমএসএমই খাতের রপ্তানিতে ব্র্যান্ডিং ও বিপণন কৌশল জরুরি : শিল্প সচিব
রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়দের জন্য এডিবি’র ৫৮.৬ মিলিয়ন ডলার অনুদান 
রাজশাহী ও রংপুর বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে এডিবির ৯১ মিলিয়ন ডলার সহায়তা 
পোশাক শ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে আইসিডিডিআর, বি’র গবেষণা উপস্থাপন
শেরপুরে বিনামূল্যে চক্ষুসেবা বিষয়ক এডভোকেসি সভা
মা ইলিশ রক্ষায় মুন্সীগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা
আগামী জাতীয় নির্বাচন একদলদর্শী ও এক ব্যক্তিদর্শী হবে না: উপদেষ্টা ফারুক-ই-আজম
১০