এমপিওভুক্ত মাদরাসা শিক্ষক বদলির জন্য শূন্যপদের তথ্য চেয়ে চিঠি

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৮

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য শূন্যপদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের সই করা চিঠিতে এ তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদরাসা) কর্মরত এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের তথ্যাদি প্রয়োজন।

এতে আরও বলা হয়, এমতাবস্থায় এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের তথ্য আগামী ১৬ অক্টোবরের মধ্যে মেমিস সফটওয়্যারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। মাদরাসার বদলির জন্য শূন্যপদের তথ্য পাঠাতে dme.memis.gov.bd এ লিঙ্কে প্রবেশ করতে হবে।

উল্লেখ্য, স্কুল-কলেজ শিক্ষকদের শূন্যপদে বদলি পরীক্ষামূলকভাবে শুরু হলেও মাদরাসা শিক্ষকরা উপেক্ষিত ছিলেন। মাদরাসা শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বদলি নীতিমালা করেছে সরকার। এতে শিক্ষকদের নিজ এলাকায় বদলির পথ সুগম হয়েছে। এখন তারা বদলির অপেক্ষায়। বদলির প্রক্রিয়াও শুরু করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। চাওয়া হয়েছে শূনপদের তথ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১,৭০০ জন গ্রেফতার
নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই সনদের সংস্কার জরুরি : মিয়া গোলাম পরওয়ার
কোনো ষড়যন্ত্রই বিচারের রায়কে প্রভাবিত করতে পারবে না: গণঅধিকার পরিষদ 
সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ১৫ জন গ্রেফতার
সামাজিক ব্যবসা কোনো তত্ত্ব নয়, বাস্তব সমাধান: মৎস্য উপদেষ্টা
২০২৬ সালে ২৮ দিন ব্যাংক ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে: ড. মোশাররফ
রাজধানীতে ৬টি পেট্রোল বোমাসহ নাশকতাকারী গ্রেফতার 
পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইউক্রেনের আরও ২ গ্রাম দখলের দাবি রাশিয়ার
১০