এমপিওভুক্ত মাদরাসা শিক্ষক বদলির জন্য শূন্যপদের তথ্য চেয়ে চিঠি

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৮

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য শূন্যপদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের সই করা চিঠিতে এ তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদরাসা) কর্মরত এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের তথ্যাদি প্রয়োজন।

এতে আরও বলা হয়, এমতাবস্থায় এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের তথ্য আগামী ১৬ অক্টোবরের মধ্যে মেমিস সফটওয়্যারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। মাদরাসার বদলির জন্য শূন্যপদের তথ্য পাঠাতে dme.memis.gov.bd এ লিঙ্কে প্রবেশ করতে হবে।

উল্লেখ্য, স্কুল-কলেজ শিক্ষকদের শূন্যপদে বদলি পরীক্ষামূলকভাবে শুরু হলেও মাদরাসা শিক্ষকরা উপেক্ষিত ছিলেন। মাদরাসা শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বদলি নীতিমালা করেছে সরকার। এতে শিক্ষকদের নিজ এলাকায় বদলির পথ সুগম হয়েছে। এখন তারা বদলির অপেক্ষায়। বদলির প্রক্রিয়াও শুরু করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। চাওয়া হয়েছে শূনপদের তথ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তৎপর বিএনপি : তারেক রহমান
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সঠিক জরিপ অপরিহার্য : ভূমি সচিব
জমকালো আয়োজনে লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
১০