খুলনা শহরে পানি সরবরাহ নিশ্চিতে এডিবির ১৫০ মিলিয়ন ডলার সহায়তা

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৯ আপডেট: : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২১

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): খুলনা শহরের সুবিধাবঞ্চিত বাসিন্দাদের জন্য পানি সরবরাহ সম্প্রসারণ ও ভূগর্ভস্থ পানির লবণাক্ততা সমস্যার সমাধানের মাধ্যমে শুষ্ক মৌসুমে টেকসই পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকার আজ ১৫০ মিলিয়ন ডলারের ঋণ ও ৪ মিলিয়ন ডলারের অনুদান চুক্তি স্বাক্ষর করেছে। 

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন। রাজধানীর ইআরডি কার্যালয়ে আজ এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে ১৭ লাখ ৮০ হাজার মানুষ নিরবচ্ছিন্নভাবে নিরাপদ পানীয় জলের নির্ভরযোগ্য সরবরাহ পাবে, বিদ্যমান অবকাঠামো উন্নত হবে এবং খুলনা ওয়াসার কার্যক্রম আরও উন্নত হবে।’

খুলনা পানি সরবরাহ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য পাইপলাইনভিত্তিক পানি সরবরাহ সম্প্রসারণ করবে। এ প্রকল্প ২০৫০ সাল পর্যন্ত সম্ভাব্য চাহিদা পূরণের উপযোগী একটি সম্প্রসারণ যোগ্য ব্যবস্থা গড়ে তুলবে। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকল্পটি শুষ্ক মৌসুমে পানির উৎসের লবণাক্ততা মোকাবিলায় জলবায়ু সহনশীল ও টেকসই সমাধান বাস্তবায়ন করবে।

প্রধান উদ্যোগগুলোর মধ্যে রয়েছে স্মার্ট পানি ব্যবস্থাপনা গ্রহণ, সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন (এসসিএডিএ) সিস্টেমের সম্প্রসারণ এবং নন-রেভিনিউ ওয়াটার কার্যকরভাবে হ্রাস করতে ডিস্ট্রিক্ট মিটারিং এরিয়া সম্প্রসারণ।

এছাড়া প্রকল্পটি খুলনা ওয়াসার প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যক্রমের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।

এই প্রচেষ্টার পরিপূরক হিসেবে, আরবান ফাইন্যান্সিং পার্টনারশিপ ফ্যাসিলিটির আওতাধীন আরবান রিসাইলেন্স ট্রাস্ট ফান্ড থেকে প্রদত্ত ৪ মিলিয়ন ডলারের একটি কারিগরি সহায়তা অনুদান কৃত্রিম পুনঃপূরণ ও ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিষয়ে একটি পূর্ণাঙ্গ গবেষণা কাজে সহায়তা করবে, যা খুলনা শহরের উৎস পানির লবণাক্ততা সমস্যার সমাধানে সহায়ক হবে।

এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং টেকসই প্রবৃদ্ধি সহায়তায় কাজ করছে। জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশ ও অংশীদারদের সঙ্গে কাজ করে এডিবি উদ্ভাবনী আর্থিক সরঞ্জাম ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে জীবনমান উন্নয়ন, উন্নত অবকাঠামো নির্মাণ এবং আমাদের গ্রহকে সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির ৬৯টি সদস্য দেশ রয়েছে, যার মধ্যে ৫০টি দেশ এই অঞ্চলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১,৭০০ জন গ্রেফতার
নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই সনদের সংস্কার জরুরি : মিয়া গোলাম পরওয়ার
কোনো ষড়যন্ত্রই বিচারের রায়কে প্রভাবিত করতে পারবে না: গণঅধিকার পরিষদ 
সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ১৫ জন গ্রেফতার
সামাজিক ব্যবসা কোনো তত্ত্ব নয়, বাস্তব সমাধান: মৎস্য উপদেষ্টা
২০২৬ সালে ২৮ দিন ব্যাংক ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে: ড. মোশাররফ
রাজধানীতে ৬টি পেট্রোল বোমাসহ নাশকতাকারী গ্রেফতার 
পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইউক্রেনের আরও ২ গ্রাম দখলের দাবি রাশিয়ার
১০