ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৭
ছবি : বাসস

ঝালকাঠি, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকাল ৩ টায় ঝালকাঠির সদর উপজেলার সাচিলাপুর স্কুল এন্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। 

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদার, সাচিলাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসলেম আলী সিকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা এবং স্থানীয় মৎস্যজীবীরা।

সভায় বক্তারা বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫'অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময়ে দেশের নদ-নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকার সরকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। মা ইলিশ রক্ষা করতে পারলেই আগামী প্রজন্মের জন্য ইলিশের প্রাচুর্য নিশ্চিত হবে। তাই একজন জেলেও যেন এ সময়ে নদীতে নামতে না পারে এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তালিকাভুক্ত স্থানীয় মৎস্যজীবীরাও এতে অংশ নেন এবং তারা মা ইলিশ রক্ষায় সরকারের নির্দেশনা মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১,৭০০ জন গ্রেফতার
নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই সনদের সংস্কার জরুরি : মিয়া গোলাম পরওয়ার
কোনো ষড়যন্ত্রই বিচারের রায়কে প্রভাবিত করতে পারবে না: গণঅধিকার পরিষদ 
সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ১৫ জন গ্রেফতার
সামাজিক ব্যবসা কোনো তত্ত্ব নয়, বাস্তব সমাধান: মৎস্য উপদেষ্টা
২০২৬ সালে ২৮ দিন ব্যাংক ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে: ড. মোশাররফ
রাজধানীতে ৬টি পেট্রোল বোমাসহ নাশকতাকারী গ্রেফতার 
পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইউক্রেনের আরও ২ গ্রাম দখলের দাবি রাশিয়ার
১০