শেরপুরে বিনামূল্যে চক্ষুসেবা বিষয়ক এডভোকেসি সভা

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫২
সোমবার শেরপুরে জেলা পর্যায়ে বিনামূল্যে চক্ষুসেবা বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

শেরপুর, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শেরপুরে জেলা পর্যায়ে বিনামূল্যে চক্ষুসেবা বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাকের জেলা সমন্বিত চক্ষুসেবা প্রকল্পের আওতায় আজ সোমবার দুপুর ১২টায় সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার মো. আল-আমিন। এ সময় তিনি বলেন, এ পর্যন্ত শেরপুর জেলায় ব্র্যাকের উদ্যোগে প্রাথমিক চক্ষু  চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ২২ হাজার ৮৫১ জনকে। বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে ৯ হাজার ২৭ জনের।

সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মফিদুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা উপস্থিত ছিলেন। 

আরও ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব হিমেল, ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কী, দাতা সংস্থা সাইটসেভার্সের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর গোলাম জাকারিয়া, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির মাঠ সংগঠক মো. বানসেদ আলীসহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: দুদু
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ দেবেন ট্রাম্প
ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক: গাজায় ‘সামরিক স্বাধীনতা’ বজায় রাখার দাবি ইসরাইলি মন্ত্রীর
পূর্ব স্পেনে ভারী বৃষ্টিপাতের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ‘রেড এলার্ট’ জারি
গাজা ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ
জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে উপহার প্রদান 
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফুসফুস দিবস পালিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু 
১০