ভোলা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় জিয়া মঞ্চের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জিয়া মঞ্চ ভোলা জেলা শাখার আয়োজনে আজ সোমবার বেলা ১১ টায় ভোলা জেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা হয়।
জিয়া মঞ্চের জেলা আহ্বায়ক মো. হুমায়ূন কবির আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। এতে প্রধান আলোচকের বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন।
জিয়া মঞ্চ জেলা শাখার সদস্য সচিব নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মো. মুনতাসীর আলম চৌধুরী রবিন, যুবদলের সদস্য সচিব আবদুল কাদের সেলিম প্রমুখ।