সুনামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলা মাইগ্রেশন কোঅর্ডিনেশন কমিটি (ডিএমসিসি)-এর সদস্যরা অংশগ্রহণ করেন। শ্রম অভিবাসন খাতে দীর্ঘ তিন দশক ধরে কাজ করে আসা এনজিও রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এছাড়া সহকারী কমিশনার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক অভিবাসন খাতে কর্মরত সংস্থাগুলোর সমন্বয় ও কার্যকর পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন। পরে জেলা প্রশাসক অনিয়মিত অভিবাসন রোধ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোকপাত করেন। আইওএম-এর প্রতিনিধি প্রকল্পের লক্ষ্য ও কর্মকৌশল তুলে ধরেন। আরএমএমআরইউ’র প্রকল্প সমন্বয়ক কর্মশালার কার্যক্রম ও উদ্দেশ্য বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
এসওপি প্রণয়নের মূল উদ্দেশ্য হলো— ডিএমসিসি সদস্যদের দায়িত্ব ও সমন্বয়ের প্রক্রিয়াকে মানসম্মত করা, রেকর্ড-রক্ষণ প্রক্রিয়া স্পষ্ট করা, মানবপাচার বা প্রবাসে মৃত্যুসহ জরুরী ঘটনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা, নারীদের পাশাপাশি প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সেবার অগ্রাধিকার দেওয়া এবং এসব কার্যক্রমকে সরকারি বাজেট কাঠামোয় অন্তর্ভুক্ত করা।
জানা গেছে, কার্যক্রমকে আরও জোড়ালো করতে জেলায় ডিএমসিসির সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে মোট ১০টি সভা এবং দুটি কর্মশালার আয়োজন করা হবে। এসব কর্মশালায় খসড়া এসওপি প্রণয়ন, পর্যালোচনা ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে, যাতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা যায়।