মহাসপ্তমীতে জামালপুরের মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪০
ছবি : বাসস

জামালপুর, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): গতকাল মহাষষ্ঠীতে প্রতিমা প্রতিষ্ঠার পর থেকেই জমে উঠেছে দুর্গাপূজা। শহরের মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। শ্রী শ্রী দয়াময়ী মন্দির এবং সংলগ্ন রাধামোহন মন্দির এলাকা ঘুরে দেখা যায়, প্রতিমা দেখতে নারী, পুরুষ, শিশু ও কিশোর-কিশোরীরা ভিড় করেছে।

চন্দন তার পরিবার নিয়ে এসেছিলেন মণ্ডপ ঘুরতে। তিনি বলেন, মন্দিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তাই সকাল থেকে রাত পর্যন্ত মন্দিরে আসা-যাওয়া করতে কোনো বাধা নেই। 

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু জানান, এ বছর জেলায় ২০৬টি দুর্গা প্রতিমা স্থাপন করা হয়েছে। যা গত বছরের চেয়ে ১৭টি বেশি। এরমধ্যে  জামালপুর সদর উপজেলায় ৫৭টি, সরিষাবাড়ীতে ৪৩টি, মাদারগঞ্জে ২৭টি, দেওয়ানগঞ্জে ২৪টি, ইসলামপুরে ১৯টি, মেলান্দহে ২২টি এবং বক্শীগঞ্জ উপজেলায় ১৪টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে।

জেলা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেস আলী মামুন বলেন, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করার জন্য আমরা সবধরনের সহযোগিতা করছি। 

দয়াময়ী মন্দিরের পুরোহিত বিপুল কাঞ্জি লাল বলেন, জেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। ২ অক্টোবর এ পূজা শেষ হবে।  

জামালপুর জেলা প্রশাসক হাসিনা বেগম বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে ওভারপাস থেকে ট্রাক পড়ে রিকশাচালক নিহত 
এনবিআরের পরামর্শক কমিটি বিলুপ্ত
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ অপহরণকারী ও অপহৃত ৩ জনকে উদ্ধার
ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
মহাসপ্তমী উদযাপিত: আগামীকাল অষ্টমী ও কুমারী পূজা
মৃৎশিল্পে অবদান: বরিশালে ১২ শিল্পীকে সম্মাননা প্রদান
১৫ অক্টোবর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর উপহার সামগ্রী প্রদান
আরটিজেএস লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা 
কাগজের শপিং ব্যাগ ফ্রি চেয়ে আড়ংকে লিগ্যাল নোটিশ
১০