মাগুরা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): মাগুরা সদর উপজেলায় গাড়িচাপায় মোহাম্মদ কাজী মুক্তার উদ্দিন (৭১) নামে এক ইমাম নিহত হয়েছেন।
মাগুরা-ফরিদপুর মহাসড়কের কছুন্দি বাজার এলাকায় আজ সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মুক্তার উদ্দিন এশার নামাজ পড়ানোর উদ্দেশ্যে ভোরে বাড়ি থেকে বের হন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহাগ তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, ভোরে মসজিদে নামাজ পড়াতে যাওয়ার পথে মুক্তার উদ্দিনকে অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।