সুনামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলায় দুর্গাপূজা উপলক্ষে পূজারি ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। শুভেচ্ছা বিনিময় শেষে শহরের ষোলঘরে রামকৃষ্ণ মিশনে শতাধিক নারীদের মাঝে উপহার সামগ্রী (বস্ত্র) প্রদান করেন তিনি।
আজ সোমবার সকাল ১১টায় ষোলঘরস্থ রামকৃষ্ণ আশ্রম শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন কমিটির উদ্যোগে এবং রামকৃষ্ণ মিশন পরিচালনা, সারদা সংঘ এবং বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ এসময় বিএনপি নেতৃবৃন্দকে শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ মিশনের সভাপতি সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, রামকৃষ্ণ আশ্রমের হৃদয়ানন্দ মহারাজ, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য নাসিম উদ্দিন লাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড.বিমান কান্তি রায় প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছর সুনামগঞ্জ জেলা সদরসহ ১২টি উপজেলায় মোট ৪২৪টি পূজামণ্ডপ দুর্গাপূজা শুরু হয়েছে। যা গতবছরের চেয়ে ২৪টি পূজামণ্ডপ বেশি পূজা অনুষ্ঠিত হচ্ছে।