পটুয়াখালীতে ঐতিহ্যবাহী শারদীয় নৌকা বাইচ 

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৭:১৩
পটুয়াখালীতে ঐতিহ্যবাহী শারদীয় নৌকা বাইচ। ছবি : বাসস

পটুয়াখালী, ২ অক্টোবর , ২০২৫ (বাসস): জেলার দশমিনা উপজেলায় ঐতিহ্যবাহী শারদীয় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার দশমিনা সদর ইউনিয়নের নিবারন কবিরাজ বাড়ির দিঘিতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৫০ বছর ধরে শারদীয় দুর্গাপূজায় বিজয়া দশমীর দিনে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এতে মোট ছয়টি দল অংশ নেয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

অংশগ্রহণকারীদের মধ্যে হাসেম ফকিরের দল প্রথম স্থান, শাহ আলমের দল দ্বিতীয় এবং লাল মিয়ার দল তৃতীয় স্থান অর্জন করেন। প্রথম স্থান অর্জনকারী দলকে একটি ডিপ ফ্রিজ এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলদেরকে দুটি এলইডি টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়। 

নিবারন কবিরাজ বাড়ির পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শুভময় কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত নৌকা বাইচে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (দশমিনরা-গলাচিপা) আসনের মনোনয়ন প্রতাশী মো. হাসান মামুন, দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলীম, দশমিনা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদার প্রমুখ। 

নৌকা বাইচের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ছাত্রদল নেতা আবুল বশার। দশমিনা উপজেলাসহ বাউফল ও গলাচিপার হাজার হাজার মানুষ এ নৌকা বাইচ উপভোগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি ধরপাকড়ের তীব্র নিন্দা ইসলামী আন্দোলনের
কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব
ঢাক-ঢোল বাজিয়ে চট্টগ্রামে প্রতিমা বিসর্জন, পতেঙ্গা সৈকতে মানুষের ঢল
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
দিনাজপুরে দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সিঁদুর খেলে মহোৎসব উদযাপন
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, সীতাকুণ্ডে মা-মেয়ে নিহত 
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ৯৮৩ জন
ফিলিপাইন ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কায় উপকূলীয় অঞ্চলে বন্যার সতর্কবার্তা 
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় দুই ট্রাকচালক নিহত
১০