রংপুর, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. শওকত আলী বলেছেন, শহীদ আবরার ফাহাদ ও শহীদ আবু সাঈদ একই চেতনার মানুষ ছিলেন।
তিনি আরও বলেন, দু’জনেই দেশপ্রেম, ন্যায়বিচার ও স্বাধীন চিন্তার প্রতীক। আবরার তার লেখনি ও সাহস দিয়ে জাতিকে জাগিয়ে তুলেছিলেন এবং আবু সাঈদ নিজের জীবন দিয়ে প্রমাণ করেছে—এই জাতি আর কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না।
ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবিরোধী প্রতীক শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় নিপীড়নবিরোধী ছাত্রজোটের ব্যানারে ‘আবরার থেকে আবু সাঈদ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি এসব কথা বলেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিপীড়নবিরোধী ছাত্রজোটের বেরোবি শাখা গতকাল এই আলোচনা সভার আয়োজন করে।
উপাচার্য বলেন, দুই তরুণ শহীদ আবরার ফাহাদ ও আবু সাঈদের সর্বোচ্চ আত্মত্যাগ জাতির জন্য এক নতুন ভিত্তি স্থাপন করেছে।
তিনি আরো বলেন, ভবিষ্যতে আর কোনো তরুণ যেন অন্যায়ের শিকার না হয়, তা নিশ্চিত করতে আমাদের এক সঙ্গে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ এবং সঞ্চালনা করেন গণিত বিভাগের শিক্ষার্থী খাদিমুল সরদার।
বিশ্ববিদ্যালয়টির ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামাণিক এবং রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।