বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার নতুন ফরাসি রাষ্ট্রদূতের

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ২০:৩২
ঢাকায় নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকায় নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে এ সহযোগিতা বাড়ানোর কথা উল্লেখ করেন ।

এক বার্তায় জানানো হয়, রাষ্ট্রদূত সেরে-শারলে বুধবার বাংলাদেশে কর্মরত ফরাসি ব্যবসায়ী নেতাদের একটি দলের সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশের দ্রুত বিকাশমান অর্থনীতিতে ফরাসি ব্যবসার ক্রমবর্ধমান সম্ভাবনার ওপর গুরুত্ব তুলে ধরেন।

নবনিযুক্ত রাষ্ট্রদূত তার প্রথম সফরে ঢাকায় ফরাসি সাংস্কৃতিক প্রতিষ্ঠান আলিয়ঁস ফ্রঁসেজ পরিদর্শন করেন। এই প্রতিষ্ঠান গত ৬৫ বছর ধরে দুই দেশের বন্ধুত্বের সেতুবন্ধন হিসেবে কাজ করছে।

পরিদর্শনের সময় রাষ্ট্রদূত ফরাসি ভাষা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন, প্রাণবন্ত আর্ট গ্যালারি ঘুরে দেখেন এবং আলিয়ঁস ফ্রঁসেজের কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া ও সৃজনশীলতা বিকাশে তাদের অবদানের প্রশংসা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
রাজধানীতে যুবলীগ নেত্রী লাজলী ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমির গ্রেফতার
মূল্যস্ফীতি ১২.৫ শতাংশ থেকে নেমে ৮.৩ শতাংশে দাঁড়িয়েছে: বাংলাদেশ ব্যাংক গভর্নর
আফগানিস্তানকে ২২২ রানের টার্গেট দিল বাংলাদেশ
পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে স্টেকহোল্ডারের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে আনোয়ার আলদীনের মতবিনিময়
বাংলাদেশ-জাপান উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে সম্মত
গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল
১০