মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৮:০৩

মুন্সীগঞ্জ, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে পৃথক অভিযানে ১৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ১ লাখ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে লৌহজং উপজেলার পদ্মা নদীর বেজগাঁও, গাউদিয়া, ডহরী, কলমা এবং সিডার চর এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই জেলেদের সাজা দেওয়া হয়।

লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, অভিযানকালে পদ্মা নদী থেকে ১৫ জেলেকে আটক করা হয়। ইলিশ মাছ ধরার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাদের ৭ ও ১০ দিনের মেয়াদে কারাদণ্ড প্রদান করে।

এ সময় ১ লাখ ৮০ হাজার মিটার অবেধ কারেন্ট জাল জব্দ এবং ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় দেওয়া হয়।

অভিযানের সময় নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত, আহত ২০
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
উ.কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মারা গেছেন
নাসীরুদ্দীন ও জারার নেতৃত্বে এনসিপি’র নির্বাচন পরিচালনা কমিটি
মেক্সিকোতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১৩ 
কিশোরগঞ্জের চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুইটিতে হোল্ড
গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনায় ঝালকাঠিতে অর্ধবার্ষিক সমন্বয় সভা
জুনিয়র বৃত্তি পরীক্ষার বিষয়ে কেন্দ্র সচিবদের প্রতি জরুরি নির্দেশনা
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় আর্টিলারি রকেট নিক্ষেপ উত্তর কোরিয়ার : দক্ষিণ কোরিয়া
পটুয়াখালীতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ
১০