ফটিকছড়িতে মাহিন হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৮:০৫

চট্টগ্রাম, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত কিশোর মাহিন হত্যা মামলায় তানভীর হোসেন (১৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার মধ্যরাতে ৫ নম্বর ওয়ার্ডের সাকর আলী তালুকদার বাড়ির একটি ঘর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তানভীর কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. আবছারের ছেলে।

এ ঘটনায় আহত মানিক জানান, ঘটনার দিন তানভীর মাহিন, রাহাত ও আমাকে দড়ি দিয়ে বেঁধে সুই দিয়ে নির্যাতন করে। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত রাহাত ও আমাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আসামি তানভীর পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সে এলাকায় এসেছে- এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, প্রাথমিক তদন্তে মাহিন হত্যাকাণ্ডে তানভীরের সরাসরি সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ পর্যন্ত মাহিন হত্যা মামলায় মোট ছয়জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ফটিকছড়ির কাঞ্চননগরে গুজব ছড়িয়ে স্থানীয়দের উত্তেজিত করে কিশোর রিহান উদ্দিন মাহিনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা খদিজা বেগম বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তানভীরসহ একাধিক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
আফগানিস্তানের বিপক্ষে রাজশাহী ও বগুড়াতে খেলবে বাংলাদেশের যুবারা
আরও আট দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে
রাকসু নির্বাচন : ক্যাম্পাসের ২০০ গজের মধ্যে তিনদিন সভা-সমাবেশ নিষিদ্ধ
চট্টগ্রামে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার, গ্রেফতার ১
আগামী সংসদ নির্বাচনে এনসিপি নির্ণায়কের ভূমিকা পালন করবে : সারজিস আলম
মাচাদো নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় ভেনেজুয়েলা নরওয়েতে দূতাবাস বন্ধ করে দিয়েছে 
২৫ মামলার আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব
ডিআর কঙ্গো ও এম ২৩ শান্তিচুক্তি বাস্তবায়নে সমঝোতায় পৌঁছেছে : কাতার
বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার
১০