বিশ্ব মান দিবস উপলক্ষে গাজীপুরে সভা

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৮:০৬
আজ বিশ্ব মান দিবস উপলক্ষে গাজীপুরে সভা। ছবি : বাসস

গাজীপুর, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘সমন্বিত উদ্যোগই টেকসই উন্নয়নের পূর্বশর্ত’ প্রতিপাদ্যে গাজীপুরে পালিত হয়েছে বিশ্ব মান দিবস-২০২৫। 

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও বিএসটিআই গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাছেম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল রানা।

স্বাগত বক্তব্য দেন বিএসটিআই গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান এস এম তালাত মাহমুদ। তার বক্তব্যে তিনি বিশ্ব মান দিবসের প্রতিপাদ্যের তাৎপর্য তুলে ধরে বলেন, টেকসই উন্নয়ন ও মানসম্মত জীবনযাপনের জন্য মান নিয়ন্ত্রণ ও মান বজায় রাখার সংস্কৃতি গড়ে তোলা অপরিহার্য। তিনি বিএসটিআইর কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক মান নিশ্চিতকরণে প্রতিষ্ঠানের ভূমিকা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতেই বিএসটিআই-এর বিভিন্ন কার্যক্রম ও সফলতা তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণে সঠিক নীতি অনুসরণ, উৎপাদন ব্যবস্থায় আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ও উন্নত সমাজ গঠন সম্ভব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
আফগানিস্তানের বিপক্ষে রাজশাহী ও বগুড়াতে খেলবে বাংলাদেশের যুবারা
আরও আট দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে
রাকসু নির্বাচন : ক্যাম্পাসের ২০০ গজের মধ্যে তিনদিন সভা-সমাবেশ নিষিদ্ধ
চট্টগ্রামে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার, গ্রেফতার ১
আগামী সংসদ নির্বাচনে এনসিপি নির্ণায়কের ভূমিকা পালন করবে : সারজিস আলম
মাচাদো নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় ভেনেজুয়েলা নরওয়েতে দূতাবাস বন্ধ করে দিয়েছে 
২৫ মামলার আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব
ডিআর কঙ্গো ও এম ২৩ শান্তিচুক্তি বাস্তবায়নে সমঝোতায় পৌঁছেছে : কাতার
বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার
১০