মেহেরপুর, ১৪ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার গাংনী উপজেলায় আজ ট্রাকের ধাক্কায় মকলেছুর রহমান (৫৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গাংনী- কাথুলি সড়কের এবাদতখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মকলেছুর রহমান জেলার গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের আব্দুর রহমান কারিগরের ছেলে। তিনি সার্ভেয়ার হিসাবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মকলেছুর রহমান গাংনী সদর থেকে মোটরসাইকেল যোগে সাহারবাটিতে ফিরছিলেন। পথিমধ্যে গাংনী-কাথুলি সড়কে এবাদতখানার কাছে পিছন থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা মারে। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়েন। স্থানীয়রা গুরুতর অবস্থায় মকলেছুর রহমানকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।