সিলেটে এয়ার টিকিটের মূল্যবৃদ্ধি রোধে নির্দেশনা

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৯:২৭

সিলেট, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস): আকাশপথের যাত্রীদের স্বার্থ সংরক্ষণে ট্রাভেল এজেন্সিকে আবশ্যিকভাবে টিকিটের গায়ে এজেন্সির নাম, লাইসেন্স নম্বর ও বিক্রয়মূল্য স্পষ্টভাবে লেখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন আজ সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির প্রতি এ নির্দেশ দিয়েছে। 

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রতারণা রোধকল্পে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় চলতি বছরের ১১ ফেব্রুয়ারিতে বিভিন্ন নির্দেশনা উল্লেখ করে পরিপত্র জারি করে। উক্ত পরিপত্রে টিকিটের গায়ে বিক্রয়মূল্য উল্লেখ করার নির্দেশনা থাকলেও সিলেটে তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। এ প্রেক্ষিতে পূর্বে জারিকৃত নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

একইভাবে যাত্রীদেরও টিকিটে বিক্রয়মূল্য ও এজেন্সির নাম যথাযথভাবে উল্লেখ রয়েছে কিনা ক্রয়ের সময় তা বুঝে নিতে বলা হয়েছে। এছাড়া কোনোভাবে অনিবন্ধিত এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয় না করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে সিন্ডিকেটের সঙ্গে কোনো ট্রাভেল এজেন্সির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত, আহত ২০
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
উ.কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মারা গেছেন
নাসীরুদ্দীন ও জারার নেতৃত্বে এনসিপি’র নির্বাচন পরিচালনা কমিটি
মেক্সিকোতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১৩ 
কিশোরগঞ্জের চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুইটিতে হোল্ড
গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনায় ঝালকাঠিতে অর্ধবার্ষিক সমন্বয় সভা
জুনিয়র বৃত্তি পরীক্ষার বিষয়ে কেন্দ্র সচিবদের প্রতি জরুরি নির্দেশনা
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় আর্টিলারি রকেট নিক্ষেপ উত্তর কোরিয়ার : দক্ষিণ কোরিয়া
পটুয়াখালীতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ
১০