রংপুর, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : সকল উন্নয়নকে টেকসই করে তুলতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিশ্বমানের গুণগত পণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা।
আজ মঙ্গলবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ অভিমত ব্যক্ত করেন।
‘বিশ্ব মান দিবস-২০২৫’ উপলক্ষে পণ্যের মান ও মাননিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুর জেলা সভাপতি মো. আব্দুর রহমান এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রশিদুস সুলতান বাবলু।
অনুষ্ঠানে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (মেট্রোলজি) ও প্রধান কর্মকর্তা প্রকৌশলী মুবিন-উল-ইসলাম স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, উৎপাদন, সেবা কিংবা শিক্ষা-সব ক্ষেত্রেই প্রত্যেক নাগরিকের নিজ নিজ অবস্থান থেকে মান বজায় রাখা জরুরি।
তিনি বলেন, মানসম্পন্ন পণ্য ও সেবা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই সমাজ গড়ে তুলবে।
তিনি আরো বলেন, রপ্তানি খাতকে শক্তিশালী করতে উৎপাদিত পণ্যের মান সঠিকভাবে বজায় রাখা আবশ্যক। বিশ্ব অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আন্তর্জাতিক মান অনুসরণের কোনো বিকল্প নেই।
রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে পণ্যে ভেজাল নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এ ক্ষেত্রে নৈতিকতা ও জনসচেতনতা অপরিহার্য।
তিনি উৎপাদনকারী ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বেশি লাভের আশায় নিম্নমানের পণ্য উৎপাদনের মানসিকতা ত্যাগ করে পণ্যের গুণগত মান উন্নত করতে হবে।
জেলা প্রশাসক বলেন, দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো পণ্য ও সেবার মান সম্পর্কে জনগণকে সচেতন করা।
তিনি আশা প্রকাশ করেন, বিএসটিআইয়ের নির্ধারিত মান অনুসরণ করে বেসরকারি খাত, শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী ও রপ্তানিকারকরা আরো বেশি মানসম্মত ও পরিবেশবান্ধব টেকসই পণ্য উৎপাদনে মনোযোগী হবেন।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বিএসটিআই সেবা সহজীকরণ, লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি এবং পণ্যের মান সূচক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে মতামত দেন।