নওগাঁ, ১৪ অক্টোবর ২০২৫ (বাসস): ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্বে বিনির্মাণে- মান’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে জেলায় আজ বিশ্ব মান দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নওগাঁর সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলায় বিএসটিআই- এর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক জহুরুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ অব্দুল আউয়াল।
বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিএসটিআই- এর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজী) অনিমেষ মজুমদার প্রমুখ ছিলেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।